
স্পেনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় পর্তুগিজ ফরোয়ার্ড তথা লিভারপুলের ফুটবলার দিয়োগো জোটার (Diogo Jota) মৃত্যুতে গভীর শোকাহত ফুটবল দুনিয়া। জোটার স্মরণে তাঁর ২০ নম্বর জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে লিভারপুল।
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, “লিভারপুলের ২০২৪-২৫ মরসুমে শিরোপা জয়ে দিয়োগো জোটার অবদান অবিস্মরণীয়। তাঁর স্ট্রাইকগুলি ক্লাব চিরকাল মনে রাখবে। এপ্রিল মাসে সম্মানের ডার্বিতে এভারটনের বিরুদ্ধে তাঁর একমাত্র গোলে জয় ছিনিয়ে নিয়েছিল লিভারপুল। সেটিই ছিল ক্লাবের হয়ে তাঁর শেষ গোল। সেই সম্মানেই ২০ নম্বর জার্সি চিরতরে অমর হয়ে থাকবে।"
পোর্তোতে জন্ম নেওয়া জোটা পাকোস ডি ফেরেরার যুব দলে ফুটবল জীবন শুরু করেন। ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে চুক্তিবদ্ধ হন। এরপর পোর্তো ও উলভারহ্যাম্পটনে খেলার পর ২০২০ সালে লিভারপুলে যোগ দেন। ক্লবের জার্সিতে তিনি এফএ কাপ ও লীগ কাপ জিতেছেন এবং সদ্য সমাপ্ত ২০২৪-২৫ মরসুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নও হন। ১২৩টি ম্যাচ খেলেছেন এই ক্লাবের হয়ে। ৪৭টি গোলও করেছেন। তিনি ২০১৯ ও ২০২৫ সালের উয়েফা নেশনস লিগ জয়ী পর্তুগাল দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন।
লিভারপুল ক্লাব ইতিহাসে এই প্রথমবার কোনও খেলোয়াড়ের স্মরণে জার্সি নম্বরের অবসর ঘোষণা করল। যদিও ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেই প্রক্রিয়া কবে কার্যকর হবে, তা জানানো হয়নি। তবে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভক্তরা জোটার প্রতি এই সম্মান জানানোয় ক্লাবকে সাধুবাদ জানিয়েছেন। জোটা হয়তো নেই কিন্তু '২০' নম্বরের পেছনে লেখা নামটি লিভারপুলের ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন