
ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন শুবমন গিল। মাত্র ২৫ বছর ৯ মাস ১৫ দিন বয়সে শতরান করলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে একের পর এক রেকর্ড গড়েই চলেছে ভারত। প্রথম ভারতীয় বাঁহাতি ওপেনার হিসেবে যশস্বীর সেঞ্চুরির পর অধিনায়ক গিলের ব্যাট থেকেও এলো সেঞ্চুরি। ১৫০ বলে শতরান করলেন গিল।
এর আগে ২৬ বছর ১ মাস ৬ দিনে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১৫ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। সুনীল গাভাসকর ১৯৭৬ সালে ২৭ বছর বয়সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে ১১৬ রান করেছিলেন। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে বিজয় হাজারে ৩৬ বছর বয়সে ১৬৪ রানের ইনিংস খেলেছিলেন।
শুবমন গিল ২৫ বছর ৯ মাস ১৫ দিন বয়সে শতরান করলেন। পাশাপাশি অভিষেক টেস্টে সেরা রানের নিরিখেও পিছনে ফেললেন সুনীল গাভাসকর (১১৬) এবং বিরাট কোহলিকে (১১৫)। এমনকি টেস্ট কেরিয়ারে নিজের সর্বোচ্চ রানও করে ফেললেন। কারণ দিনের শেষে গিল ১৭৫ বলে ১২৭ রানে অপরাজিত রয়েছেন। ২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে ১১০ রানের ইনিংস খেলেছিলেন গিল। ২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯১ রান করেছিলেন তিনি।
এছাড়া হাফসেঞ্চুরি করলেন সহ অধিনায়ক ঋষভ পন্থ। উইকেট কিপার ব্যাটার হিসেবে টেস্টে ৩০০০ রানের মাইলফলকও স্পর্শ করলেন তিনি। ১০২ বলে ৬৫ রানে অপরাজিত আছেন পন্থ।
প্রথম দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের স্কোর ৩৫৯। ইংল্যান্ডের হয়ে ২টি উইকেট নিয়েছেন অধিনায়ক বেন স্টোকস। তাঁর ঝুলিতে যশস্বীর পাশাপাশি অভিষেক করা সাই সুদর্শনের উইকেটও রয়েছে। এছাড়া ১টি উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন