FIFA Club World Cup: 'ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়' - মেসি 'ম্যাজিকে' মুগ্ধ ইন্টার মিয়ামির কোচ!

People's Reporter: ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আল-আহলির বিরুদ্ধে ড্র করে কিছুটা চাপে ছিল ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ামি মুখোমুখি হয় পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর।
লিওনেল মেসি
লিওনেল মেসিছবি - লিও মেসির এক্স মাধ্যম
Published on

মেসি ম্যাজিকে ফিফা ক্লাব বিশ্বকাপের (FIFA Club World Cup) জয় পেল ইন্টার মিয়ামি (Inter Miami)। দুরন্ত ফ্রি-কিকে দলকে গুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট এনে দিলেন লিও (Messi)। বয়স যে কেবল একটা সংখ্যা মাত্র তা বার বার প্রমাণ করে চলেছেন তিনি।

ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে আল-আহলির বিরুদ্ধে ড্র করে কিছুটা চাপে ছিল ইন্টার মিয়ামি। বৃহস্পতিবার মধ্যরাতে মিয়ামি মুখোমুখি হয় পর্তুগালের ক্লাব এফসি পোর্তোর। ম্যাচের প্রথমেই অর্থাৎ ৮ মিনিটে পেনাল্টি পায় পোর্তো। গোল করতে কোনও ভুল করেননি সামু আগেহোয়া। প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৭ মিনিটের মাথায় ইন্টার মিয়ামির হয়ে সমতা ফেরান টেলাস্কো। ৫৪ মিনিটে পোর্তোর বক্সের বাইরেই ফ্রি কিক পায় ইন্টার। অসাধারণ ফ্রি-কিকে ম্যাচের ফলাফল ২-১ করেন লিও মেসি। তিনি যে দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় তা ফের একবার প্রমাণ করলেন।

এই জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করল ইন্টার। গোল পার্থক্যে এগিয়ে থাকায় গ্রুপ শীর্ষে রয়েছে পালমিরাস। আগামী ২৪ জুন পালমিরাসের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি। ওই ম্যাচেই জানা যাবে কোন দল গ্রুপ শীর্ষে থাকবে।

জয়ের পর মেসি জানান, "পুরো দল দুর্দান্ত প্রচেষ্টা চালিয়েছে। আমরা কেবল ভালো রক্ষণই করিনি, বলও খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করেছি। প্রথম ম্যাচের পর আমাদের একটু সমস্যা হয়েছিল। তবে এই জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জয় এবং আমাদের উপভোগ করা উচিত।"

মেসির খেলায় খুশি ইন্টারের কোচ মাসচেরানো। সাংবাদিকদের তিনি জানান, "মেসি এমন একজন খেলোয়াড় যে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করতে শেখায়। তার ক্ষুধা যেকোনো স্তরে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয়। ফুটবল খেলার ইতিহাসে সে সেরা খেলোয়াড়। ম্যাচের শেষ মুহূর্তেও সে দলের হয়ে লড়াই করেছে। ব্যবধান আরও কীভাবে বাড়ানো যায় তার চেষ্টা করে গেছে"।

তিনি আরও বলেন, "অনেকেই ভেবেছিলেন এফসি পোর্তো ইন্টার মিয়ামিকে হারিয়ে দেবে। কিন্তু আমেরিকান ক্লাবগুলি যে ইউরোপীয় ক্লাবগুলিকে হারাতে পারে তার একটি প্রমাণ আমাদের জয়"।

লিওনেল মেসি
৮৬০০০ কোটিতে বিক্রি হচ্ছে বাস্কেটবল টিম লস এঞ্জেলস লেকার্স! মার্কিন ক্রীড়া ইতিহাসে সবথেকে দামি দল
লিওনেল মেসি
ISL: সংকটে ভারতীয় ফুটবল! আগামী মরসুমে আইএসএল হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in