ISL: সংকটে ভারতীয় ফুটবল! আগামী মরসুমে আইএসএল হওয়া নিয়ে প্রশ্নচিহ্ন

People's Reporter: ফেডারেশনের নতুন সূচি অনুযায়ী, ১৫ জুলাই থেকে ২৩ অগাস্ট পর্যন্ত ডুরান্ড কাপ চলবে। এর সঙ্গে দেওয়া রয়েছে আইলিগ, সন্তোষ ট্রফি, ইন্ডিয়ান ওমেন্স লিগও।
আইএসএল কাপ
আইএসএল কাপছবি - আইএসএল-র ফেসবুক পেজ
Published on

সংকটে আইএসএল। আগামী মরসুমে আইএসএলে বল গড়ানো নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কারণ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে সূচি তৈরী করেছে তাতে নাম নেই আইএসএলের।

ফেডারেশনের নতুন সূচি অনুযায়ী, ১৫ জুলাই থেকে ২৩ অগাস্ট পর্যন্ত ডুরান্ড কাপ চলবে। এর সঙ্গে দেওয়া রয়েছে আইলিগ, সন্তোষ ট্রফি, ইন্ডিয়ান ওমেন্স লিগও। কিন্তু নেই আইএসএল। তবে কি হবে না ভারতের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট?

২০১৪ সালে শুরু হওয়া এই লিগে ফেডারেশনের সঙ্গে আইএসএল আয়োজক ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএল-এর ১০ বছরের চুক্তি ছিল। সেই চুক্তি বাবদ এফএসডিএলের কাছ থেকে প্রতি বছর ৫০ কোটি টাকা পায় এআইএফএফ। এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে।

এফএসডিএল জানিয়েছে, তারা আর ৫০ কোটি টাকা দেবে না। টুর্নামেন্ট থেকে যা লাভ হবে তার একটা অংশ দেবে ফেডারেশনকে। আইএসএল থেকে কি আদৌ লাভ পাবে ফেডারেশন তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

শোনা যাচ্ছে, এফএসডিএল-এর তরফ থেকে ক্লাবগুলোকে দলগঠনের ব্যাপারে ধীরে চলো নীতি নিতে বলা হয়েছে। অর্থাৎ টুর্নামেন্ট হলেও সেটা সেপ্টেম্বর মাসে শুরু হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই। জানা যাচ্ছে, ফেডারেশনকে ১৪ জুলাই তাঁদের সংবিধান সংশোধন করার বিষয়ে রায় দেবে সুপ্রিম কোর্ট। তার পরে জট কাটলেও কাটতে পারে।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in