৮৬০০০ কোটিতে বিক্রি হচ্ছে বাস্কেটবল টিম লস এঞ্জেলস লেকার্স! মার্কিন ক্রীড়া ইতিহাসে সবথেকে দামি দল

People's Reporter: ১৯৭৯ সালে জেরি বাস লেকার্স কিনে নেন। বাস পরিবারের আমলে দলটি ১১টি এনবিএ শিরোপা জিতেছে।
লস এঞ্জেলস লেকার্স
লস এঞ্জেলস লেকার্সছবি - লস এঞ্জেলস লেকার্সের ফেসবুক পেজ
Published on

আইকনিক এনবিএ ফ্র্যাঞ্চাইজি লস এঞ্জেলস লেকার্স বিক্রি হচ্ছে ১০ বিলিয়ন ডলারের বিনিময়ে। ভারতীয় মুদ্রায় যা ৮৬ হাজার কোটি টাকারও বেশি। এই চুক্তির ফলে লেকার্স মার্কিন ক্রীড়া ইতিহাসে সবচেয়ে দামি দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চলেছে।

ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, লেকার্সের দীর্ঘদিনের মালিক বাস পরিবার (Buss family) তাদের নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব বিক্রি করছে বিলিয়নেয়ার মার্ক ওয়াল্টারের কাছে, যিনি ইতিমধ্যেই ফ্র্যাঞ্চাইজির কম অংশের মালিকানা ধরে রেখেছেন। এই চুক্তির ফলে বাস পরিবারের ৪৬ বছরের দীর্ঘ শাসনকালের অবসান ঘটবে।

মার্ক ওয়াল্টার হলেন টিডব্লিউজি গ্লোবাল নামক হোল্ডিং কোম্পানির সিইও। তাঁর মালিকানায় রয়েছে এলএ ডজার্স, এলএ স্পার্কস। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি-র মালিকানা গোষ্ঠীতেও তিনি অংশীদার। এছাড়াও, টিডব্লিউজি গ্লোবাল বিলি জিন কিং কাপ এবং ক্যাডিল্যাক ফর্মুলা ওয়ান টিম পরিচালনা করে।

চুক্তির বিষয়ে লেকার্স কিংবদন্তি এবং ওয়াল্টারের বাণিজ্যিক সহযোগী ম্যাজিক জনসন এক্স মাধ্যমে লেখেন, “লেকার্স ভক্তদের আনন্দিত হওয়া উচিত। মার্ক জয় পেতে বিশ্বাসী। তিনি জয়ের জন্য যা দরকার সব কিছু করবেন।”

এই চুক্তি এবার ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ড। লেকার্সের বিক্রয় মূল্য পেছনে ফেলেছে বোস্টন সেল্টিক্সের ৬.১ বিলিয়ন ডলারের বিক্রি এবং ওয়াশিংটন কমান্ডারদের ৬.০৫ বিলিয়ন ডলারের বিক্রিকেও।

উল্লেখ্য, ১৯৭৯ সালে জেরি বাস লেকার্স কিনে নেন। বাস পরিবারের আমলে দলটি ১১টি এনবিএ শিরোপা জিতেছে। যার মধ্যে রয়েছে কোবে ব্রায়ান্ট-এর নেতৃত্বে চ্যাম্পিয়নশিপ হ্যাটট্রিক এবং লেব্রন জেমসের হাত ধরে ২০২০ সালের জয়।

২০২১ সালে মালিকানার কিছু অংশ কিনে লেকার্সে প্রবেশ করেন মার্ক ওয়াল্টার। তখন থেকেই ভবিষ্যতের সম্পূর্ণ মালিকানা নিয়ে জল্পনা শুরু হয়।

লস এঞ্জেলস লেকার্স
ICC Rankings: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের পুরস্কার! টেস্ট র‍্যাঙ্কিং-এ 'হাই জাম্প' মার্করামদের
লস এঞ্জেলস লেকার্স
IND vs ENG: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের! ফিরলেন দুই তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in