ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডেরছবি - আইসিসির এক্স হ্যান্ডেল

IND vs ENG: ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের! ফিরলেন দুই তারকা

People's Reporter: ২০ জুন অর্থাৎ আগামীকাল থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার জন্য বেন স্টোকসের নেতৃত্বে প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
Published on

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য দল ঘোষণা করলো ইংল্যান্ড। অলরাউন্ডার ক্রিস ওকস ও ডানহাতি পেসার ব্রাইডন কার্স মূল স্কোয়াডে ফিরেছেন।

২০ জুন অর্থাৎ আগামীকাল থেকে হেডিংলিতে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার জন্য বেন স্টোকসের নেতৃত্বে প্রথম একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।

৩৬ বছর বয়সি ওকস শেষবার ইংল্যান্ডের জার্সিতে মাঠে নেমেছিলেন ২০২৪ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে। গোড়ালির চোট থেকে সেরে ওঠার পর তিনি সম্প্রতি নর্থাম্পটনে ইন্ডিয়া ‘এ’-এর বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলেন এবং দুই ইনিংসে মোট পাঁচটি উইকেট নেন।

ব্রাইডন কার্সও চোট কাটিয়ে ফিরেছেন। পায়ের আঙুলে চোটের কারণে তিনি চলতি বছরের শুরুতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যান। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে মাঠে নেমে নিজের উপস্থিতি জানান দেন এই গতিময় পেসার।

ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ বেশ ভালো ফর্মে রয়েছে। গত মাসে জিম্বাবোয়ের বিপক্ষে হাই-স্কোরিং ম্যাচে জ্যাক ক্রাউলি, বেন ডাকেট এবং অলি পোপের সেঞ্চুরিতে দল এক ইনিংস এবং ৪৫ রানে জয় পেয়েছিল। উইকেটরক্ষক হিসেবে থাকছেন তরুণ জেমি স্মিথ, যিনি সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে দলে জায়গা পাকা করেছেন।

স্পিন বিভাগে আক্রমণের নেতৃত্বে থাকবেন শোয়েব বশির। গত সিরিজে নয়টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হন এই তরুণ স্পিনার।

ইংল্যান্ডের একাদশ: বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, ⁠জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং এবং শোয়েব বশির।

ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
ICC: আর ৫ দিন নয়, টেস্ট হবে ৪ দিনের! নয়া নিয়ম আনতে চলেছে আইসিসি
ভারতের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের
IND vs ENG: 'কোহলি ও রোহিত শর্মার মিশ্রণ' - ইংল্যান্ড টেস্টের আগে ভারতীয় তারকার প্রশংসায় বাটলার

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

logo
People's Reporter
www.peoplesreporter.in