
আমূল পরিবর্তন আসতে চলেছে টেস্ট ক্রিকেটে। ৫ দিনের বদলে ৪ দিনের টেস্ট ম্যাচ করার পরিকল্পনা গ্রহণ করতে চলেছে আইসিসি। সবকিছু ঠিক থাকলে ২০২৭-২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) মরসুম থেকেই নয়া নিয়ম চালু হয়ে যাবে।
দ্য গার্ডিয়ান–এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে, গত সপ্তাহে লর্ডসে অনুষ্ঠিত ডব্লিউটিসি ফাইনালের সময় আইসিসি চেয়ারম্যান জয় শাহ চার দিনের টেস্ট নিয়ে তাঁর সমর্থনের কথা জানিয়েছেন। তিনি ২০২৭-২৯ ডব্লিউটিসি মরসুমে সময়মতো অনুমোদনের বিষয়েও ইঙ্গিত দেন।
নতুন প্রস্তাব অনুযায়ী, ছোটো দলগুলো যদি চার দিনের ফরম্যাটে যায়, তবে তারা এক মাসেরও কম সময়ে একটি পূর্ণাঙ্গ তিন ম্যাচের সিরিজ আয়োজন করতে পারবে। এতে সময় ও ব্যয় সাশ্রয় হবে, যা অনেক বোর্ডের জন্য বড় স্বস্তির বিষয় হতে পারে।
বর্তমানে আইসিসি দ্বিপাক্ষিক সিরিজে চার দিনের টেস্ট খেলার অনুমতি দিয়েছে ২০১৭ সাল থেকেই। আয়ারল্যান্ড এবং জিম্বাবোয়ের বিপক্ষে ইংল্যান্ড ইতিমধ্যেই এমন টেস্ট খেলেছে।
চার দিনে টেস্ট হলে প্রতিদিন ওভারের সংখ্যাও বাড়বে বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে ৯০ ওভারের পরিবর্তে ৯৮ ওভার খেলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ভারত যথারীতি অ্যাশেজ, বর্ডার-গাভাসকর ট্রফির মতো ঐতিহাসিক সিরিজে পাঁচ দিনের টেস্টই চালিয়ে যাবে।
আসন্ন ২০২৫-২৭ ডব্লিউটিসি চক্রে এখনো পাঁচ দিনের টেস্টই চলবে। এই চক্রের সূচনা হয়েছে মঙ্গলবার শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে।
এই মরসুমে নয়টি দলের মধ্যে ২৭টি সিরিজ অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৭টি সিরিজই হবে মাত্র দুটি ম্যাচের। ছয়টি সিরিজ হবে তিন ম্যাচের। কেবল ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়াই পরস্পরের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ খেলবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন