ICC Women's WC 25: মহিলা ক্রিকেট বিশ্বকাপের সূচী প্রকাশিত! ভারত-শ্রীলঙ্কার কোন কোন ভেন্যুতে ম্যাচ?

People's Reporter: ১৩তম মহিলা বিশ্বকাপ ক্রিকেটের আয়োজক ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। যদিও পাকিস্তানের সব ও শ্রীলঙ্কার ৫ ম্যাচ হবে শ্রীলঙ্কায়।
ভারতীয় মহিলা ক্রিকেট দল
ভারতীয় মহিলা ক্রিকেট দলছবি - সংগৃহীত
Published on

২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের পূর্ণাঙ্গ সময়সূচী ঘোষণা করল আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কার পাঁচটি শহরে অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট।

১৩তম মহিলা বিশ্বকাপের আয়োজক ভারত। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে আয়োজক ভারত মুখোমুখি হবে শ্রীলঙ্কার। তবে পাকিস্তানের সবক'টি ম্যাচ এবং শ্রীলঙ্কার ৫টি ম্যাচ কলম্বোতে আয়োজিত হবে।

পাকিস্তান ভারতে খেলবে না বলেই কলম্বোতে ম্যাচগুলি স্থানান্তরিত করা হয়েছে। ভারত এবং শ্রীলঙ্কা মিলিয়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বেঙ্গালুরু, ভাইজাগ, ইন্দোর, গুয়াহাটি ও কলম্বোতে। মূল টুর্নামেন্টের আগে ভারত দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।

২৪ সেপ্টেম্বর ভারতের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড (বেঙ্গালুরুতে), আর ২৭ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার (গুয়াহাটিতে)। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ১ অক্টোবর, ইন্দোরে চিরপ্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের বিপক্ষে।

আট দলের এই টুর্নামেন্টে প্রতিটি দল একবার করে একে অন্যের মুখোমুখি হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চারটি দল খেলবে সেমিফাইনাল।

দুটি সেমিফাইনালের প্রথমটি অনুষ্ঠিত হবে গুয়াহাটি বা কলম্বোতে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে। ফাইনাল ম্যাচ হবে আগামী ২ নভেম্বর। ভেন্যু হতে পারে বেঙ্গালুরু বা কলম্বো।

২০২২ সালে সপ্তমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে শীর্ষে থেকে সরাসরি যোগ্যতা অর্জন করে। এছাড়া ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং আয়োজক ভারতও সরাসরি অংশগ্রহণের টিকিট পেয়েছে। বাকি দুটি দল পাকিস্তান ও বাংলাদেশ বাছাইপর্বের মাধ্যমে মূলপর্বে জায়গা করে নিয়েছে।

মহিলা বিশ্বকাপ নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ ঘরের মাঠে বিশ্বকাপ। শিরোপা জিততে মরিয়া হরমনপ্রীতরা।

ভারতীয় মহিলা ক্রিকেট দল
কিউইদের বিরুদ্ধে ১৫০ রানের পরেও সরফরাজ কেন বাদ? ইংল্যান্ড টেস্টে দল নির্বাচন নিয়ে প্রশ্ন আকাশ চোপড়ার
ভারতীয় মহিলা ক্রিকেট দল
WTC: ২০৩১ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করবে ইংল্যান্ডই!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in