
২০৩১ সাল পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনাল আয়োজন করতে পারে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সূত্রের খবর, জুলাইয়ে অনুষ্ঠিত হতে চলা আইসিসির বার্ষিক সম্মেলনে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে।
জানা যাচ্ছে ইতিমধ্যেই ইসিবি মৌখিকভাবে আইসিসির কাছ থেকে সবুজ সংকেত পেয়েছে ফাইনাল আয়োজনের। ভারতও ডব্লিউটিসি ফাইনাল আয়োজনের আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু ইংল্যান্ডকেই বেছে নেয় আইসিসি।
২০২৩-২৫ ফাইনাল সহ মোট ৩টি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করেছে ইংল্যান্ড। ২০২১ সালে সাউদাম্পটনে ভারত বনাম নিউজিল্যান্ড এবং ২০২৩ সালে ওভালে ভারত বনাম অস্ট্রেলিয়া ফাইনাল আয়োজন করা হয়েছিল।
চলতি ফাইনালের টিকিট বিক্রির হার এবং স্টেডিয়ামে উপচে পড়া ভিড়ই ইংল্যান্ডকে অন্যতম আয়োজক হিসেবে তুলে ধরেছে। পাশাপাশি ইংল্যান্ডের গ্রীষ্মকালীন জুন মাসের সময়সূচীও বিশ্ব টেস্ট ফাইনালের জন্য আদর্শ সময় হিসেবেই বিবেচিত হচ্ছে।
তবে ভেন্যু ও সময় নির্ধারণ নিয়ে বিতর্ক থেমে নেই। ২০২৩ সালের ফাইনালের পর প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, "আইপিএল ফাইনালের ঠিক পরপরই কেন ফাইনাল? কেন মার্চে নয়? জুনে ফাইনাল খেলা উচিত নয়।"
অন্যদিকে, অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছিলেন, পূর্বের বিজয়ী দলকে পরবর্তী ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হোক।
উল্লেখ্য, আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নয়া মরসুম। যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ টেস্ট ম্যাচের সিরিজে মুখোমুখি হবে ভারত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন