WTC Final: 'দু'দিনে ২৮ উইকেট! ভারতে হলে...' - লর্ডসের পিচ নিয়ে বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার
ভারতে কোনও পিচে দু'দিনে ২৮ উইকেট পড়লে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠতো। ঘটনাটি লর্ডসে হয়েছে বলে সকলে চুপ রয়েছে। এমনটাই অভিযোগ করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে কাগিসো রাবাডার ৫ উইকেটের চমকে ২১২ রানেই শেষ হয়ে অস্ট্রেলিয়ার ইনিংস। পাল্টা জবাবে দক্ষিণ আফ্রিকাও দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের বিধ্বংসী ৬/২৮ বোলিংয়ে মাত্র ১৩৮ রানে অলআউট হয়। প্রথম ২ দিন মিলিয়ে মোট ২৮টি উইকেট পড়ে লর্ডসে।
আর এই উইকেট পড়া নিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লর্ডসের পিচ। আকাশ চোপড়া বলেন, “এই লর্ডস টেস্ট ম্যাচে দুই দিনে ২৮টি উইকেট পড়েছে। ভাবুন তো, যদি এই ঘটনা ভারতে ঘটত, তাহলে কত সমালোচনা হতো! বল টার্ন করছে, বাউন্স করছে, ব্যাটিং অসম্ভব হয়ে উঠেছে - এমন সব অভিযোগ উঠত”।
তিনি আরও বলেন, “পশ্চিমা মিডিয়া সবসময় ভারতীয় পিচ নিয়ে প্রশ্ন তোলে অথচ এবার লর্ডসের পিচে এমন আচরণ নিয়ে তারা নীরব। একাধিক আন্তর্জাতিক মিডিয়া কেউ পিচ নিয়ে কিছু বলছে না। বরং এটাকে স্পোর্টিং পিচ বলা হচ্ছে।”
অন্যদিকে, অস্ট্রেলিয়াকে চাপে ফেলে ক্রমশ ট্রফি জয়ের দিকে এগিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৮ সালে শেষ কোনও আইসিসি ট্রফি (চ্যাম্পিয়ন্স ট্রফি) জিতেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর থেকে প্রতিটি টুর্নামেন্ট থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাদের। শেষ টি-২০ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাছে পরাজিত হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন