বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা, WTC ফাইনালে কালো আর্ম ব্যান্ড পরে নীরবতা বাভুমা-কামিন্সদের

People's Reporter: অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় থেকে শুরু করে সকল কর্মকর্তাকে মাঠে কালো আর্ম ব্যান্ড পরতে দেখা যায়।
কালো আর্ম ব্যান্ড পরে বাভুম এবং আম্পায়ার
কালো আর্ম ব্যান্ড পরে বাভুম এবং আম্পায়ারছবি - সংগৃহীত
Published on

আহমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামলেন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনের খেলার শুরুর আগে এক মিনিট নীরবতাও পালন করলেন তাঁরা।

অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় থেকে শুরু করে সকল কর্মকর্তাকে এদিন মাঠে কালো আর্ম ব্যান্ড পরে থাকতে দেখা যায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ক্যাপশনে লেখে, “দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার নেতৃত্বে ক্রিকেট বিশ্ব আহমেদাবাদ ট্র্যাজেডিতে নিহতদের সম্মানে এক মুহূর্ত নীরবতা পালন করতে একসাথে দাঁড়িয়েছে।”

শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, বেকেনহ্যামে ভারত এ বনাম ভারত টেস্ট দলের প্রস্তুতি ম্যাচের আগেও নীরবতা পালন করা হয়েছে। পাশাপাশি সকলে কালো আর্ম ব্যান্ড পরে খেলতে নামেন।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, “আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে সংহতি প্রকাশের জন্য আজ এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে আহমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে এয়ার ইন্ডিয়ার এই যাত্রীবাহী বিমান যাত্রা শুরু করে। দুপুর ১:৩৯ মিনিটে রানওয়ে ২৩ থেকে উড়ান শুরুর পাঁচ মিনিটের মধ্যেই বিমানটি আহমদাবাদের মেঘানীনগর আবাসিক এলাকায় ভেঙে পড়ে।

বোয়িং ৭৮৭ মডেলের VT-ANB রেজিস্ট্রেশনধারী এই যাত্রীবাহী বিমানে মোট ২৩০ জন যাত্রী ছিলেন। বিমানে ছিলেন ১২ জন ক্রু সদস্যও। এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) সূত্রে জানা গেছে, উড়ান শুরুর পরপরই বিমানটি মে ডে (MAYDAY) সংকেত পাঠিয়েছিল। যদিও বারবার এটিসি'র পক্ষ থেকে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। বিমানের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডিয়ান যাত্রী ছিলেন। ১ জন ভারতীয় যাত্রী বাদে সকলের মৃত্যু হয়েছে।

কালো আর্ম ব্যান্ড পরে বাভুম এবং আম্পায়ার
WTC Final: ৬ উইকেট নিয়ে বিধ্বংসী স্পেল অজি অধিনায়ক কামিন্সের, গড়লেন একাধিক রেকর্ডও

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in