

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) ফাইনালের দ্বিতীয় দিনে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর ছয় উইকেট নেওয়ার পাশাপাশি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ মরসুমে সর্বাধিক উইকেট শিকারির তালিকায় শীর্ষস্থানও দখল করেছেন।
লর্ডসের ঐতিহাসিক মঞ্চে কামিন্স ১৮.১ ওভারে মাত্র ২৮ রান দিয়ে ৬ উইকেট নেন। তাঁর বিধ্বংসী স্পেলে ভেঙে পড়ে প্রোটিয়া ব্যাটিং লাইনআপ। এই দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে কামিন্স অস্ট্রেলিয়ার হয়ে অষ্টম এবং বিশ্ব ক্রিকেটে ৪০তম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন।
৩২ বছর বয়সী এই পেসার বলের সংখ্যার নিরিখে পঞ্চম দ্রুততম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন। তিনি ১৩,৭২৫ বল খরচে এই মাইলফলক ছুঁয়ে ফেলেছেন। যার ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ম্যালকম মার্শালকেও টপকে গেলেন। কামিন্সের বোলিং স্ট্রাইক রেট এখন ৪৫.৭৫ - অস্ট্রেলিয়ান পেসারদের মধ্যে সেরা।
৬৮টি টেস্ট ম্যাচে ৩০০ উইকেট নিয়ে কামিন্স পাকিস্তানের কিংবদন্তি ইমরান খানের সাথে যৌথভাবে দশম দ্রুততম বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন। অধিনায়ক হিসেবে তাঁর ঝুলিতে ইতিমধ্যেই রয়েছে ১৩৬টি উইকেট। যা ফাস্ট বোলার অধিনায়কদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এ ক্ষেত্রে কেবল ইমরান খানই তাঁর থেকে এগিয়ে।
ডব্লিউটিসি ইতিহাসে কামিন্স এখন অস্ট্রেলিয়ার হয়ে ২০০-র বেশি উইকেট শিকারী দ্বিতীয় খেলোয়াড়। তাঁর উইকেটসংখ্যা ২০৬, গড় ২২.১১। ২০২৩-২৫ মরসুমে প্যাট কামিন্স এখনও পর্যন্ত ৭৯টি উইকেট নিয়েছেন। ৭৭ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ।
তবে ব্যাট হাতে চ্যালেঞ্জের মুখে পড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শেষে অজিদের স্কোর ১৪৪/৮। ২১৮ রানের লিড রয়েছে।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন