
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে নজির গড়লেন কাগিসো রাবাডা। টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেট শিকারিদের তালিকায় অ্যালান ডোনাল্ডকে পিছনে ফেলে চতুর্থ স্থানে উঠে এলেন রাবাডা।
২০২৫ সালের আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে লর্ডসে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ২১২ রানে শেষ হয় অস্ট্রেলিয়ার ইনিংস। আর অজিদের ইনিংস শেষ করার মূলে রয়েছেন রাবাডা। তিনি ১৫.৪ ওভার বল করে ৫১ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের উইকেট তুলে নিয়ে শুরুটা করেন রাবাডা।
এরপর একে একে অস্ট্রেলিয়ার শিবিরে ধস নামিয়ে দেন তিনি। খোয়াজা এবং ক্যামেরন গ্রিন ছাড়াও তিনি বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্কের উইকেট নেন। এটি ছিল টেস্ট ক্রিকেটের রাবাডার ১৭তম ৫ উইকেট সংগ্রহ।
এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে রাবাডা প্রোটিয়া কিংবদন্তি অ্যালান ডোনাল্ডকে ছাপিয়ে যান এবং দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে নিজের নাম লেখান। বর্তমানে টেস্ট ক্রিকেটে রাবাডা ৩৩২টি উইকেটের মালিক। ডোনাল্ডের দখলে ৩৩০টি উইকেট। এই তালিকায় শীর্ষে আছেন আরেক কিংবদন্তি ডেল স্টেইন। তাঁর দখলে আছে ৪৩৯টি উইকেট।
মাইলফলক ছুঁয়ে আবেগপ্রবণ রাবাডা বলেন, "এই তালিকায় নিজের নাম থাকা গর্বের। যারা আমাদের আগে পথ দেখিয়েছেন, তাঁরা অনুপ্রেরণা।" রাবাডা আরও বলেন, "আমরা ওদের ১৬০ রানের মধ্যে আউট করার লক্ষ্য নিয়েছিলাম। তবে ২১২ রানও ঠিকই আছে।"
দিনের শেষে যদিও দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো ছিল না। অস্ট্রেলিয়ার তিন পেসার – মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স শুরুতেই উইকেট নিতে থাকেন দক্ষিণ আফ্রিকার। প্রথম দিনের শেষে প্রোটিয়াদের স্কোর ৪৩ রানে ৪ উইকেট। রাবাডা জানান, "শুরুটা যেমন চেয়েছিলাম, তেমন হয়নি। তবে ম্যাচ এখনও অনেক বাকি। আমরা জয়ের লক্ষ্য নিয়েই এগিয়ে যাব।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন