R Ashwin: চেনা তারকার 'অচেনা' রূপ, আম্পায়ারের সিদ্ধান্তে মাঠেই ক্ষোভ প্রকাশ অশ্বিনের! হল শাস্তিও

People's Reporter: ড্রাগনদের অধিনায়ক অশ্বিন ইনিংসের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিলেন। প্রথম ১০ বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রানে পৌঁছে গিয়েছিলেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনছবি - সংগৃহীত
Published on

তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। ডিন্ডিগুল ড্রাগনস ও আইড্রিম তিরুপুর তামিজিয়ানসের মধ্যে খেলায় 'বিতর্কিত' আউটের পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে মাঠেই ক্ষোভ উগরে দেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যার জেরে তাঁকে জরিমানা করা হয়েছে।

ড্রাগনদের অধিনায়ক অশ্বিন ইনিংসের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিলেন। প্রথম ১০ বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রানে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম ওভারে বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোরের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়েন তিনি।

অশ্বিন প্যাডেল সুইপ খেলতে গিয়ে বলটি সরাসরি প্যাডে লাগে। বোলার সাই কিশোরের জোরালো আপিলে আম্পায়ার ভেঙ্কটেসন কৃত্তিকা আউট দেন। তবে রিপ্লে-তে দেখা যায় বলটি লেগ-স্টাম্পের বাইরে পিচ করেছিল। টিএনপিএলের নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ওভারেই ড্রাগনস দল রিভিউ ব্যবহার করে ফেলায় আর কোনও আপিলের সুযোগ ছিল না। ফলে আম্পায়ারের সিদ্ধান্তেই ড্রেসিংরুমে ফিরতে হয় অশ্বিনকে।

মাঠ ছাড়ার সময় আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অশ্বিনকে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্যাট দিয়ে নিজের লেগ গার্ডে মারতে থাকেন এবং বাউন্ডারির কাছে এসে গ্লাভস খুলে ছুঁড়ে ফেলেন। এই দৃশ্য সাধারণত দেখা যায় না।

মাঠে এমন আচরণের জন্য ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে অশ্বিনকে। টিএনপিএলের এক কর্মকর্তা ক্রিকবাজ-কে বলেন, “আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশের জন্য ১০ শতাংশ এবং সরঞ্জামের অপব্যবহারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়েছে অশ্বিনের। তিনি এই শাস্তি মেনে নিয়েছেন।” তবে অশ্বিনের মতো শান্ত, অভিজ্ঞ ক্রিকেটারের এমন প্রতিক্রিয়া অনেককেই অবাক করেছে।

রবিচন্দ্রন অশ্বিন
WTC Final: ১১ জুন থেকে শুরু টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বিজয়ী দলের পুরস্কার মূল্য কত জানেন?
রবিচন্দ্রন অশ্বিন
Nicholas Pooran: ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিকোলাস পুরানের!

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in