
তামিলনাড়ু প্রিমিয়ার লিগে (টিএনপিএল) এক নাটকীয় মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। ডিন্ডিগুল ড্রাগনস ও আইড্রিম তিরুপুর তামিজিয়ানসের মধ্যে খেলায় 'বিতর্কিত' আউটের পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে মাঠেই ক্ষোভ উগরে দেন ভারতের প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। যার জেরে তাঁকে জরিমানা করা হয়েছে।
ড্রাগনদের অধিনায়ক অশ্বিন ইনিংসের শুরুতে দুর্দান্ত ছন্দে ছিলেন। প্রথম ১০ বলে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়ে ১৮ রানে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে পঞ্চম ওভারে বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোরের বলে লেগ-বিফোরের ফাঁদে পড়েন তিনি।
অশ্বিন প্যাডেল সুইপ খেলতে গিয়ে বলটি সরাসরি প্যাডে লাগে। বোলার সাই কিশোরের জোরালো আপিলে আম্পায়ার ভেঙ্কটেসন কৃত্তিকা আউট দেন। তবে রিপ্লে-তে দেখা যায় বলটি লেগ-স্টাম্পের বাইরে পিচ করেছিল। টিএনপিএলের নতুন নিয়ম অনুযায়ী, প্রথম ওভারেই ড্রাগনস দল রিভিউ ব্যবহার করে ফেলায় আর কোনও আপিলের সুযোগ ছিল না। ফলে আম্পায়ারের সিদ্ধান্তেই ড্রেসিংরুমে ফিরতে হয় অশ্বিনকে।
মাঠ ছাড়ার সময় আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় অশ্বিনকে। মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় ব্যাট দিয়ে নিজের লেগ গার্ডে মারতে থাকেন এবং বাউন্ডারির কাছে এসে গ্লাভস খুলে ছুঁড়ে ফেলেন। এই দৃশ্য সাধারণত দেখা যায় না।
মাঠে এমন আচরণের জন্য ম্যাচ ফি-র ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে অশ্বিনকে। টিএনপিএলের এক কর্মকর্তা ক্রিকবাজ-কে বলেন, “আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশের জন্য ১০ শতাংশ এবং সরঞ্জামের অপব্যবহারের জন্য ২০ শতাংশ জরিমানা করা হয়েছে অশ্বিনের। তিনি এই শাস্তি মেনে নিয়েছেন।” তবে অশ্বিনের মতো শান্ত, অভিজ্ঞ ক্রিকেটারের এমন প্রতিক্রিয়া অনেককেই অবাক করেছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন