
১১ জুন থেকে শুরু হচ্ছে ২০২৩-২৫ মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ ফাইনাল। লন্ডনের লর্ডসে মুখোমুখি হবে আস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা। স্থানীয় সময় সকাল ১০.৩০ টা থেকে শুরু হবে ম্যাচ। এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলবে প্রোটিয়ারা। তার আগে দেখা যাক কোন ফাইনালে পুরস্কার মূল্য কত?
গত ১৫ মে ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য বিপুল অর্থের পুরস্কার ঘোষণা করে আইসিসি। মোট ৫.৭৬ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়। বিজয়ী দল পাবে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩০ কোটির একটু বেশি। রানার্স দল পাবে ২.১৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাড়ে ১৮ কোটির বেশি।
গত মরসুমে বিজয়ী দলের জন্য ১.৬ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারিত ছিল। রানার্স দলের ঝুলিতে গিয়েছিল ৮ লক্ষ মার্কিন ডলার।
ফাইনালে ওঠার জন্য দক্ষিণ আফ্রিকা ১২টি টেস্ট ম্যাচ খেলেছে। যার মধ্যে ৮টি জয় এবং ৩টি হার রয়েছে। ১টি ম্যাচ ড্র হয়েছে। তাদের পয়েন্ট ১০০ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৯.৪৪ শতাংশ।
অন্যদিকে অস্ট্রেলিয়া খেলেছে ১৯টি ম্যাচ। ১৩টি জয়, ৪টি হার এবং ২টি ড্র রয়েছে। পয়েন্ট ১৫৪ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৭.৫৪ শতাংশ।
দক্ষিণ আফ্রিকার স্কোয়াড - টনি ডি জর্জি, রায়ান রিকেল্টন, এইডেন মার্করাম, টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইন, ওয়ায়ান মুলদার, মার্কো জ্যানসেন, করবিন বোশ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, কেশব মহারাজ, সেনুরান মুথুস।
অস্ট্রেলিয়ার স্কোয়াড - প্যাট কামিন্স (অধিনায়ক), উসমান খোয়াজা, স্যাম কনস্টাস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, অ্যালেক্স ক্যারি, জশ ইংলিশ, ক্যামেরন গ্রিন, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, স্কট বোল্যান্ড, নাথান লিয়ন, ম্যাট কুহনেম্যান এবং রিজার্ভ: ব্রেন্ডন ডগেট
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন