
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে কুলদীপ যাদব হতে পারেন ভারতের তুরুপের তাস। তিনি ২০টি উইকেট নিতে পারেন বলে মনে করছেন প্রাক্তন অজি তারকা ম্যাথু হেডেন।
আগামী ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ টেস্ট ম্যাচের সিরিজ। আসন্ন ইংল্যান্ড সফরে বাঁ-হাতি রিস্ট-স্পিনার কুলদীপ যাদব ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায়, ভারতীয় স্পিন আক্রমণের মূল ভরসা হয়ে উঠতে পারেন কুলদীপ। এমনটাই মনে করছেন হেডেন। এখনও পর্যন্ত মাত্র ১৩টি টেস্ট খেলে ৫৬টি উইকেট নিয়েছেন কুলদীপ।
ম্যাথু হেইডেন বলেন, "ইংল্যান্ড সফর থেকে ভারত কী নিয়ে আসে সেটা দেখার জন্য আমি মুখিয়ে রয়েছি। পাঁচটি টেস্ট - এটি একটি কঠিন সিরিজ। আমরা আগেই আলোচনা করেছি - কুলদীপ যাদবের মতো কেউ তাদের জন্য ২০ উইকেটের গুরুত্বপূর্ণ বোলার হতে পারে।"
ভারতের টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড সিরিজ শুরুর আগে, ১১ থেকে ১৫ জুন লর্ডসে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। হেডেন মনে করেন, এই ম্যাচে অস্ট্রেলিয়া অত্যন্ত শক্তিশালী দল।
তিনি বলেন, "অস্ট্রেলিয়া একটি অত্যন্ত শক্তিশালী দল। আমি মূলত এই সত্যের উপর ভিত্তি করে বলছি যে টেস্ট জিততে হলে আপনাকে ২০ উইকেট নিতে হবে। এই দলে বিশ্বমানের তিন পেসার রয়েছে। অনেকটা স্টিভ ওয়ার যুগের মতো।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন