
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ১০ জুনের হংকং-এর বিরুদ্ধের ম্যাচের জন্য ২৫ জনের দল ঘোষণা করলেন ভারতীয় দলের প্রধান কোচ মানোলো মার্কেজ। দলে নেই কোনও বাঙালি ফুটবলার। বাদ পড়লেন শুভাশিস বোস।
এর আগে ভারতীয় দল ২৮ সদস্যের একটি স্কোয়াড নিয়ে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিতে থাইল্যান্ডে গিয়েছিল। যেখানে বুধবার তারা ২-০ গোলে পরাজিত হয়। সেই দল থেকে তিন ফুটবলারকে বাদ দিয়ে হংকংয়ে দল নিয়ে যাচ্ছেন মার্কেজ। গোলরক্ষক হৃত্বিক তিওয়ারি, ডিফেন্ডার মেহতাব সিং এবং শুভাশিস বোসকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
ভারত মার্চে বাংলাদেশ-এর বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে তাদের বাছাই পর্বের অভিযান শুরু করে। থাইল্যান্ডের কাছে সাম্প্রতিক পরাজয়ের পর, এই গুরুত্বপূর্ণ অ্যাওয়ে ম্যাচের আগে দলের ওপর চাপ বেড়েছে। ভারতের গ্রুপের চারটি দলই প্রথম রাউন্ডের পর সমান এক পয়েন্ট করে নিয়ে লিগ তালিকায় একই জায়গায় রয়েছে।
হংকংয়ের বিরুদ্ধে ম্যাচের স্কোয়াডে আছেন:
গোলরক্ষক: বিশাল কাইথ, গুরমিত সিং এবং অমরিন্দর সিং।
ডিফেন্ডার: নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, কনশাম চিংলেনসানা সিং, আনোয়ার আলি, থাংজাম বরিস সিং, সন্দেশ ঝিংগন, আশিস রাই, তেকচাম অভিষেক সিং।
মিডফিল্ডার: সুরেশ সিং ওয়াংজাম, নাওরেম মহেশ সিং, আয়ুষ দেব ছেত্রী, উদান্ত সিং, লালেংমাউইয়া রালতে আপুইয়া, লিস্টন কোলাসো, আশিক কুরুনিয়ান, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, নিখিল প্রভু।
ফরোয়ার্ড: সুনীল ছেত্রী, এডমন্ড লালরিনডিকা, মনবীর সিং, সুহেল আহমদ ভাট এবং লালিয়ানজুয়ালা ছাঙতে।
এদিকে বুধবারের ম্যাচে হারের কারণ হিসেবে মূলত দলের অ্যাটাকারদের গোলের সুযোগ নষ্টকেই দায়ী করেছেন মার্কেজ। তিনি বলেন, "আসলে সহজ সুযোগগুলো কাজে লাগাতে না পারলে ম্যাচ হেরেই যেতে হয়। আমরা প্রথম চার-পাঁচ মিনিট ভালো শুরু করেছিলাম, কিন্তু থাইল্যান্ড যখন প্রথম গোল করল, তখন আমরা কিছু সময়ের জন্য খেলায় পিছিয়ে পড়েছিলাম। এরপর আবার খেলায় ফিরেছিলাম। তখন খুব ভাল ভাল সুযোগ এসেছিল, গোলকিপারের সঙ্গে ওয়ান টু ওয়ান - তিন বা চারটি, আমি ঠিক মনে করতে পারছি না, তবে সেগুলো খুব ভালো ছিল"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন