Bengaluru Stampede: বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার আরসিবির মার্কেটিং হেড সহ ৪!

People's Reporter: শুক্রবার সকাল ৬.৩০ টা নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিখিল সোসালে (একদম ডানদিকে)
নিখিল সোসালে (একদম ডানদিকে)ছবি - আরসিবির এক্স মাধ্যম
Published on

বেঙ্গালুরুতে পদপিষ্ট হওয়ার ঘটনায় গ্রেফতার হলেন আরসিবির মার্কেটিং প্রধান নিখিল সোসালে। তিনি ছাড়াও গ্রেফতার হয়েছেন ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ডিএনএ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের আরও তিন সদস্য।

শুক্রবার সকাল ৬.৩০ টা নাগাদ বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখিল সোসালেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সূত্রের খবর, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া পুলিশকে এফআইআরের নির্দেশ দেন। সেই এফআইআরের ভিত্তিতেই গ্রেফতার করা হয় সকলকে। ডেপুটি কমিশনার অক্ষয়ের নেতৃত্বে গঠিত বিশেষ তদন্তকারী দল গ্রেপ্তার করেছে বলে জানা যাচ্ছে।

৩৮ বছর বয়সী নিখিল সোসালে ১৩ বছরের বেশি সময় ধরে ডিয়াজিও ইন্ডিয়ার সঙ্গে যুক্ত এবং প্রায় দুই বছর ধরে আরসিবির মার্কেটিং ও রাজস্ব দপ্তরের প্রধান হিসেবে কাজ করছিলেন। জানা গেছে, শিরোপা জয়ের উদযাপন এবং বাস প্যারেডের পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্তদের সিআইডি হেফাজতে নেওয়া হতে পারে।

সোসালেকে আরসিবির পুরুষ ও মহিলা দুই দলের সাথে যুক্ত একাধিক মঞ্চে দেখা গেছে। ২০২৪ সালে আরসিবি যখন মহিলা প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) শিরোপা জিতেছিল, সেই উদযাপনেরও তিনি অংশ ছিলেন। আইপিএল নিলামের সময়ও তিনি ফ্র্যাঞ্চাইজির সাথে ছিলেন। ফলে তাঁর গ্রেফতারিতে রীতিমতো অস্বস্তিতে আরসিবি ম্যানেজমেন্ট।

আরসিবির পক্ষ থেকে বুধবার রাতেই একটি বিবৃতি প্রকাশ করে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গতকাল নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

বৃহস্পতিবার এক অফিশিয়াল বিবৃতিতে আরসিবি জানায়, "বেঙ্গালুরুতে ঘটে যাওয়া দুর্ভাগ্যজনক ঘটনাটি আরসিবি পরিবারকে অনেক যন্ত্রণা ও বেদনা দিয়েছে। শ্রদ্ধা ও সংহতির নিদর্শন হিসেবে, আরসিবি নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ঘোষণা করছে। এছাড়াও, এই মর্মান্তিক ঘটনায় আহত ভক্তদের সহায়তার জন্য আরসিবি কেয়ার্স নামে একটি তহবিলও তৈরি করা হচ্ছে। আমাদের ভক্তরা সর্বদা আমাদের সকল কাজের কেন্দ্রবিন্দুতে থাকবে। আমাদের উচিত এই শোকের সময় ঐক্যবদ্ধ থাকা।"

নিখিল সোসালে (একদম ডানদিকে)
UEFA Nations League: স্পেনের কাছে ৫-৪ গোলে হার ফ্রান্সের! সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড ইয়ামালের
নিখিল সোসালে (একদম ডানদিকে)
Bengaluru Stampede: বেঙ্গালুরু-কাণ্ডে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা আরসিবির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in