UEFA Nations League: স্পেনের কাছে ৫-৪ গোলে হার ফ্রান্সের! সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে রেকর্ড ইয়ামালের

People's Reporter: ইয়ামাল সর্বকনিষ্ঠ ফুটবলার (১৭ বছর ৩১৮ দিন) যিনি সেমিফাইনালে গোল করেছেন। ৫৪ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি পান ইয়ামাল।
ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন
ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেনছবি - উয়েফা ইউরোর ফেসবুক পেজ
Published on

উয়েফা নেশনস লিগের দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়ে ফাইনালে উঠলো স্পেন। আর এই ম্যাচে জোড়া গোল করে ফের রেকর্ড গড়লেন উদীয়মান তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। ম্যাচের সেরাও হয়েছেন তিনি।

চলতি মরসুমে ব্যালন ডি'অর জেতার দৌড়ে রয়েছেন স্পেনের ইয়ামাল এবং ফ্রান্সের ডেম্বেলে। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে জোড়া গোল করে সেই দৌড়ে আরও এগিয়ে গেলেন তরুণ ইয়ামাল। তিনিই সর্বকনিষ্ঠ ফুটবলার (১৭ বছর ৩১৮ দিন) যিনি সেমিফাইনালে গোল করেছেন। ৫৪ মিনিটের মাথায় পেনাল্টির মাধ্যমে প্রথম গোলটি পান ইয়ামাল।

সাথে সাথেই ভেঙে যায় নেদারল্যান্ডসের ম্যাথিজ ডি লিগটের (১৯ বছর ২৯৮ দিন) করা ২০১৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে গোলের রেকর্ড। যত দিন যাচ্ছে তত নিজের খেলায় উন্নতি করছেন ইয়ামাল। ৬৭ মিনিটে ফের গোল করে স্পেন।

৫৫ মিনিট পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে ছিল স্পেন। একের পর আক্রমণে রীতিমতো পর্যুদস্ত হন এমবাপ্পেরা। ৫৯ মিনিটে পেনাল্টি থেকে ফ্রান্সের হয়ে প্রথম গোল করেন কিলিয়ান এমবাপ্পে। তারপর থেকেই ফ্রান্সের পাল্লা ভারী হতে থাকে। ৭৯ মিনিটে ফ্রান্সের হয়ে দ্বিতীয় গোল করেন রায়ান ছেরকি। ৮৪ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করেন স্পেনের দানি ভিভিয়ান। ফলে ৫-৩ গোলে ব্যবধান কমায় ফ্রান্স। ৯০+৩ মিনিটে কোলো মুয়ানির গোলে ৫-৪ করে ফ্রান্স। এই ব্যবধানেই ম্যাচ শেষ হয়।

উয়েফা নেশনস লিগের সেমিফাইনালের ইতিহাসে এটাই সর্বাধিক গোলের ম্যাচ। দুই দল মিলে মোট ৯টা গোল করেছে। যা পূর্বে হয়নি। আগামী ৯ জুন ফাইনালে রোনাল্ডোর পর্তুগালের বিরুদ্ধে খেলবে স্পেন।

ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন
Bengaluru Stampede: বেঙ্গালুরু-কাণ্ডে নিহতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা আরসিবির!
ফ্রান্সকে হারিয়ে নেশনস লিগের ফাইনালে স্পেন
বাইরে মানুষ মরছে, ভিতরে উৎসব চলছে! - আরসিবির ট্রফি জয়ের অনুষ্ঠানে মৃত্যু নিয়ে সরব প্রাক্তন তারকা

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in