
ব্রাজিলের কোচ হিসেবে অভিষেক ম্যাচে প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হলেন কার্লো আনচেলত্তি। ইকুয়েডরের বিরুদ্ধে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হল ব্রাজিলকে। হতাশ সমর্থকরাও।
ব্রাজিলের জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই ছিল আনচেলত্তির প্রথম ম্যাচ। ভারতীয় সময় শুক্রবার ভোর ৪.৩০টে থেকে শুরু হয় ব্রাজিল বনাম ইকুয়েডর ম্যাচ। কিন্তু গোল করতে ব্যর্থ হলেন ভিনিসিয়াস জুনিয়ররা।
পরিসংখ্যান অনুযায়ী ৫৩ শতাংশ বল দখলে ছিল ইকুয়েডরের। ৪৭ শতাংশ ছিল ব্রাজিলের। পুরো ম্যাচে মাত্র ৩টি শটের মধ্যে ২টি অন টার্গেট রাখে ব্রাজিল। অন্যদিকে ৭টি শটের মধ্যে ৩টি অন টার্গেট রাখে ইকুয়েডর।
অনেকেই মনে করেছিলেন শেষ ম্যাচে হারের পর আনচেলত্তির কোচিং-এ ঘুরে দাঁড়াবে দল। কিন্তু তা হয়নি। গোলশূন্য ড্র করে ম্যাচ শেষ করে ব্রাজিল।
অন্যদিকে, চিলিকে ১-০ গোলে হারিয়ে পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ১৬ মিনিটে জুলিয়ান আলভারেজের গোলে জয় ছিনিয়ে নেয় আলবিসেলেস্তেরা। দ্বিতীয়ার্ধে নামেন লিও মেসি। তিনি গোল না করলেও ৩টি গোলের সুযোগ তৈরি করেন। কিন্তু সতীর্থরা গোল করতে ব্যর্থ হন। গোটা ম্যাচে ১০টি শট নেয় আর্জেন্টিনা। যার মধ্যে ৪টি অন টার্গেট থাকে।
এই মুহূর্তে ১৫ ম্যাচে ১১ জয় নিয়ে ৩৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ৭ জয় নিয়ে ২৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে ইকুয়েডর। সম সংখ্যক ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়ে এবং ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। এই টেবিল থেকে প্রথম ৬টি দল লাতিন আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন