

সমস্ত জল্পনার অবসান। ভারতের নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করা হল শুবমন গিলকে। সহ-অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে ঋষভ পন্থকে।
শুবমন গিল, ঋষভ পন্থ নাকি জসপ্রীত বুমরাহ কাকে টেস্ট অধিনায়ক করা হবে তা নিয়ে জল্পনা চলছিল। একাধিক সূত্র মারফত জানা যাচ্ছিল অধিনায়কের দৌড়ে এগিয়ে রয়েছেন শুবমন। সেটাই হল।
শনিবার ইংল্যান্ড সফরের জন্য ভারতীয় স্কোয়াড বাছাইয়ের জন্য বৈঠকে বসেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সহ পুরুষ দলের নির্বাচক কমিটি। সেখান থেকেই শুবমন গিলকে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়। চোটের কারণে বুমরাহর বার বার ছিটকে যাওয়ার কারণে তাঁকে অধিনায়ক করা হয়নি।
সাংবাদিক সম্মেলনে নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর বলেন, "বুমরাহ সম্ভবত ২ থেকে ৩টি টেস্ট ম্যাচ খেলবেন। তাঁর ফিটনেসের দিকে আমাদের বাড়তি নজর রয়েছে। আমরা চাইছিলাম এমন একজনকে অধিনায়ক করতে যিনি নিয়মিত খেলেন। আর বুমরাহ-র উপর নেতৃত্বের দায়িত্ব দিলে তাঁর উপর আরও চাপ বাড়বে। সেটা কখনই আমরা চাই না।"
টেস্ট স্কোয়াড থেকে সরফরাজকে বাদ দেওয়া নিয়ে অজিত বলেন, "এমন নয় যে আমরা তাঁকে নিতে চাইনি। কিন্তু বিভিন্ন ভেন্যু অনুযায়ী স্কোয়াড নির্বাচন করতে হয়। শুধু তো সরফরাজ নন আরও অনেকেই বাদ গেছেন। খেলবেন তো মাত্র ১১ জন। কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতেই হয়। সেটাই নেওয়া হয়েছে।"
ভারতীয় টেস্ট স্কোয়াড - শুবমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেট রক্ষক এবং সহ অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমণ্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেট রক্ষক) , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন