
আসন্ন ইংল্যান্ড সফরের আগে বড় ধাক্কার মুখে পড়তে পারে ভারতীয় টেস্ট দল। জানা যাচ্ছে, ইংল্যান্ড টেস্টের সবকটি ম্যাচে নাও থাকতে পারেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর মতো অভিজ্ঞ পেসার না থাকলে সমস্যা হতে পারে ভারতীয় শিবিরে।
২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের ৫ টেস্টের সিরিজ। ২৪ মে অর্থাৎ আজ স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, বুমরাহ বোর্ডকে ইতিমধ্যেই জানিয়েছেন যে তাঁর শরীর এই মুহূর্তে টানা পাঁচ টেস্ট ম্যাচের চাপ নিতে পারবে না। তিনি সর্বোচ্চ তিনটি ম্যাচ খেলতে ইচ্ছুক। যা চিন্তায় রাখছে নির্বাচকদের।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে পঞ্চম টেস্টে পিঠে চোট পান বুমরাহ। ওই ম্যাচে অধিনায়ক রোহিত শর্মা দলের বাইরে থাকায় তিনিই নেতৃত্ব দেন। শেষ পর্যন্ত ভারত ১-৩ ব্যবধানে সিরিজ হেরে যায়।
অন্যদিকে, আরেক অভিজ্ঞ পেসার মহম্মদ শামির মাঠে ফেরা নিয়েও প্রশ্ন উঠেছে। দীর্ঘ ইনজুরি পর্ব কাটিয়ে তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেললেও, টেস্ট ক্রিকেটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং ফিটনেস তাঁর নেই বলেই মনে করা হচ্ছে।
ইএসপিএন ক্রিকইনফো সূত্রে জানা গেছে, বিসিসিআই-এর মেডিকেল টিম ইতিমধ্যেই শামির ফিটনেস পর্যবেক্ষণে লখনউ সফর করেছে। তবে এখনও পর্যন্ত তাঁর ফিটনেস নিয়ে আশাব্যঞ্জক রিপোর্ট মেলেনি। নির্বাচকরা তাই শামিকে দলে নেওয়ার ব্যাপারে দ্বিধায় রয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে গোড়ালির অস্ত্রোপচারের পর তিনি মাঠে ফেরেন, কিন্তু পরে ডান হাঁটুতে ব্যথা অনুভব করতে শুরু করেন। বর্তমানে চিকিৎসাধীন এই পেসারকে নিয়ে দলের পরিকল্পনা আপাতত অনিশ্চিত।
বুমরাহ ও শামি দু’জনকেই সিরিজের বাইরে থাকতে হলে, ভারতের পেস আক্রমণে বড় রদবদলের সম্ভাবনা রয়েছে। সিনিয়র দলে কিছু নতুন মুখের অন্তর্ভুক্তিও হতে পারে বলে সূত্রের খবর।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন