BCCI: অনূর্ধ্ব-১৯ ইংল্যান্ড দলের বিরুদ্ধে স্কোয়াড ঘোষণা ভারতের! অধিনায়ক আয়ুষ মাত্রে, রয়েছেন বৈভবও

People's Reporter: ভারতের এই দলের অধিনায়ক করা হয়েছে আয়ুষ মাত্রেকে। যিনি চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন।
বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে
বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রেছবি - বিসিসিআই-র এক্স মাধ্যম
Published on

ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল ঘোষণা করল বিসিসিআই। যে দলে জায়গা করে নিয়েছেন ১৪ বছর বয়সী 'বস বেবি' বৈভব সূর্যবংশী। অধিনায়ক করা হয়েছে আয়ুষ মাত্রেকে।

বৃহস্পতিবার, বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, জুনিয়র ক্রিকেট কমিটি আসন্ন ইংল্যান্ড সফরের জন্য ভারতের অনূর্ধ্ব-১৯ দল বেছে নিয়েছে। যা ২০২৫ সালের ২৪ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই সফরে ৫০ ওভারের একটি প্রস্তুতিমূলক ম্যাচ, তারপরে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ এবং দুটি মাল্টি ডে ম্যাচ খেলা হবে।

ভারতের এই দলের অধিনায়ক করা হয়েছে আয়ুষ মাত্রেকে। যিনি চলতি আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত ছন্দে রয়েছেন। এছাড়া সুযোগ পেয়েছেন বৈভব সূর্যবংশী। মাত্র ১৪ বছর বয়সে আইপিএল-এ অভিষেক করে সকলের নজর কেড়েছেন তিনি। একটি সেঞ্চুরিও করেছেন।

ভারতীয় দল - আয়ুষ মাত্রে (অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, মৌল্যারাজসিংহ চাভদা, রাহুল কুমার, অভিজ্ঞান কুন্ডু (সহ-অধিনায়ক ও উইকেট রক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আর এস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলন প্যাটেল, হেনিল প্যাটেল, যুধাজিৎ গুহ, প্রণব রাঘবেন্দ্র, মহম্মদ এনান, আদিত্য রানা এবং আনমোলজিৎ সিং।

এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে নমন পুষ্পক, ডি দীপেশ, বেদান্ত ত্রিবেদী, বিকল্প তিওয়ারি ও অলংকৃত রাপোল (WK)-কে। আগামী ২৭ জুন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইংল্যান্ড সিরিজ।

২৪ জুন ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল। ২৭ জুন প্রথম একদিনের ম্যাচ হবে হোভে। ৩০ জুন এবং ২ জুলাই নর্থাম্পটনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় ওয়ান ডে। ৫ জুলাই এবং ৭ জুলাই চতুর্থ ও পঞ্চম ওয়ান ডে হবে ওরচেস্টারে। পাশাপাশী ১২ জুলাই থেকে ১৫ জুলাই এবং ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত প্রথম ও দ্বিতীয় মাল্টি ডে ম্যাচ হবে।

বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে
IPL 2025: জল্পনার অবসান, কলকাতা থেকে আইপিএল-র ফাইনাল সরলো! কোথায় হবে জেনে নিন
বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে
EXCLUSIVE: 'পর্দার পেছনে কী হয়েছে কেউ জানে না' - কোহলির অবসর নিয়ে পিপলস রিপোর্টারকে জানালেন ঋদ্ধি

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in