
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। আর এই অবসেরর পিছনে ইগোর লড়াই দেখছেন ভারতের প্রাক্তন তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহা। কোহলির এই অবসরে একটুও অবাক নন তিনি। পিপলস রিপোর্টারকে এমনটাই জানিয়েছেন ঋদ্ধি।
ঋদ্ধিমান সাহা থেকে শুরু করে রোহিত শর্মা বা বিরাট কোহলি - প্রত্যেকের টেস্ট থেকে অবসর নেওয়াটা সুখের হয়নি। এইসব তারকা ক্রিকেটাররা ভারতীয় ক্রিকেটকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছে। ঋদ্ধির মতে, সকলকেই একদিন ক্রিকেট ছাড়তেই হয়।
বিরাট যতদিন অধিনায়ক ছিলেন, ঋদ্ধিই ছিলেন তাঁর উইকেটের পেছনে প্রথম পছন্দ। আর ঋদ্ধির চোখে কোহলিই সেরা অধিনায়ক। ঋদ্ধিমান সাহা পিপলস রিপোর্টারকে ফোনে জানান, 'ওঁর অবসরে আমি একদমই অবাক নই। সবাইকে একটা সময়ে ছাড়তে হয়। সচিন, সৌরভ, ধোনি ছেড়ে যাওয়ার পরে আমরা এলাম। এবারে আমরা ছাড়লাম। পরের প্রজন্মও তৈরী হবে। তবে বিরাট আর রোহিতের বিকল্প এখনই তৈরী হবে না।'
বিরাট কেনো এত তাড়াতাড়ি অবসর নিলেন? উত্তরে ঋদ্ধি বললেন, 'আমি ওর সমর্থক হিসেবে বলব ক্রিকেট এখনও বাকি ছিল। তবে পর্দার পেছনে কী হয়েছে কেউ জানি না।'
এরপরই পাপালি বলেন, 'বিরাট আমার চোখে সেরা অধিনায়ক। যার উপর আস্থা রাখত তাঁকে সুযোগ দিত। শ্রীলঙ্কাতে আমরা প্রথম ম্যাচ হেরেও সিরিজ জিতি। ও মাঝে মাঝে স্লিপে দাঁড়াত। এমন অনেক স্মৃতি আছে।'
একইসঙ্গে রোহিত শর্মার বিকল্প অধিনায়ক প্রসঙ্গে ঋদ্ধি বলেন, 'কেউ কারোর জায়গা নিতে পারে না। সচিনের বিকল্প কেউ হয়নি। যে যার মত সেরাটা দিয়েছে। আমাকে বলা হলে আমি বুমরাহকেই অধিনায়ক বেছে নেবো'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন