
টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। ১৪ বছরের কেরিয়ারকে বিদায় জানালেন তিনি। তাঁর আচমকা অবসর ঘোষণায় কার্যত অবাক রবি শাস্ত্রী। অন্যদিকে কোহলিকে সিংহের সাথে তুলনা করেছেন কোচ গম্ভীর।
সমাজমাধ্যমে গৌতম গম্ভীর লেখেন, "এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো। তোমাকে খুব মিস করব চিকস।"
এবি ডেবিলিয়র্স লেখেন, "একটি মহাকাব্যিক টেস্ট কেরিয়ারের জন্য বিরাট কোহলিকে অভিনন্দন। তোমার দৃঢ় সংকল্প এবং দক্ষতা আমাকে সর্বদা অনুপ্রাণিত করেছে। সত্যিকারের কিংবদন্তি।"
জসপ্রীত বুমরাহ লেখেন, "আপনার অধিনায়কত্বে আমার টেস্ট অভিষেক থেকে শুরু করে আমাদের দেশের জন্য একসাথে নতুন উচ্চতায় পৌঁছানো পর্যন্ত, আপনার আবেগ এবং যে এনার্জি তা মিস করব। কিন্তু আপনি যে উত্তরাধিকার রেখে গেছেন তা তুলনাহীন।"
যুবরাজ সিং লেখেন, "টেস্ট ক্রিকেট তোমার মধ্যে থাকা যোদ্ধাকে বের করে এনেছে আর তুমি সব দিয়েছ! তোমার হৃদয়ে ক্ষুধা, পেটে আগুন এবং প্রতিটি পদক্ষেপে অহংকার নিয়ে তুমি মহানদের মতো খেলেছেন। তুমি সাদা পোশাকে যা অর্জন করেছ তার জন্য গর্বিত।"
আইসিসি চেয়ারম্যান জয় শাহ লেখেন, "বিরাট কোহলির অসাধারণ টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন। টি-টোয়েন্টি ক্রিকেটের উত্থানের সময় সবচেয়ে বিশুদ্ধ ফর্ম্যাটকে সমর্থন করার জন্য এবং শৃঙ্খলা, ফিটনেস ও প্রতিশ্রুতিতে অসাধারণ উদাহরণ স্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ। লর্ডসে আপনার বক্তৃতা সবকিছু বলে দিয়েছে - আপনি হৃদয়, দৃঢ়তা এবং গর্বের সাথে টেস্ট খেলেছেন।"
রবি শাস্ত্রী লেখেন, "বিশ্বাসই হচ্ছে না তুমি এই ঘোষণা করেছ। তুমি আধুনিক যুগের একজন দানব এবং তুমি যেভাবে খেলেছো এবং যেভাবে নেতৃত্ব দিয়েছো, টেস্ট ক্রিকেটের জন্য একজন দুর্দান্ত দূত ছিলে। সবাইকে, বিশেষ করে আমাকে, তুমি যে স্মৃতি দিয়েছো তার জন্য তোমাকে ধন্যবাদ। ভালো থেকো, চ্যাম্পিয়ন। ঈশ্বর তোমার মঙ্গল করুক।"
প্রসঙ্গত, সোমবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিজের অবসর ঘোষণা করেন বিরাট কোহলি। তিনি লেখেন, "১৪ বছর হয়ে গেল টেস্ট ক্রিকেটে। সত্যি বলতে, এই ফরম্যাটটি আমাকে এমন যাত্রায় নিয়ে যাবে তা আমি কল্পনাও করিনি। এটি আমাকে পরীক্ষা করেছে, আমাকে গঠন করেছে এবং আমাকে শিক্ষা দিয়েছে যা আমি সারা জীবন মনে রাখবো।"
উল্লেখ্য, ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল কোহলির। তারপর থেকে একের পর এক সুন্দর ইনিংস উপহার দিয়েছেন তিনি। ভারতের হয়ে ১২৩ টেস্ট ম্যাচে ২১০ ইনিংসে ৯২৩০ রান করেছেন তিনি। সর্বোচ্চ রান অপরাজিত ২৫৪। ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি হাফসেঞ্চুরি রয়েছে এই ফরম্যাটে। গড় ৪৬.৮৫। টেস্ট ক্রিকেটে ভারতীয়দের মধ্যে চতুর্থ সর্বাধিক রানের মালিক তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন