East Bengal: দু'বছরের জন্য মুম্বই থেকে বিপিন সিংকে নিতে চলেছে ইস্টবেঙ্গল!

People's Reporter: আগামী দু'বছরের জন্য মুম্বই সিটি এফসি থেকে বিপিন সিংকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকদিন ধরেই বিপিনের দিকে হাত বাড়ায় ইস্টবেঙ্গল।
বিপিন সিং
বিপিন সিংছবি - সংগৃহীত
Published on

আইএসএলে গত কয়েক বছর টানা ব্যর্থ ইস্টবেঙ্গল। এর জন্য দেরিতে দলগঠনকে অনেকেই দায়ী করেছেন। এমনকি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ইস্টবেঙ্গলের অনুষ্ঠানে গিয়ে কিছুটা কটাক্ষের সুরেই বলেছিলেন, 'বিয়ের দিন ক্যাটারার বললে হবে! দলটা আপনারা ভালোভাবে করুন।' তাই এবার ইস্টবেঙ্গল কর্তারা দলগঠনে জোর দিলেন শুরু থেকেই।

আগামী দু'বছরের জন্য মুম্বই সিটি এফসি থেকে বিপিন সিংকে নিতে চলেছে ইস্টবেঙ্গল। বেশ কয়েকদিন আগেই বিপিনের দিকে হাত বাড়ায় ইস্টবেঙ্গল। কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। জানা যাচ্ছে বিপিন নাকি ইস্টবেঙ্গলে আসতে রাজি হয়েছেন। মুম্বইয়ের সাথে ৩১ মে পর্যন্ত চুক্তি রয়েছে। চুক্তির মেয়াদ শেষ হলেই তিনি ইস্টবেঙ্গলে সই করবেন।

আগের মরসুমে একটা দিক সচল রাখেন পিভি বিষ্ণু। অন্য উইং নিয়ে একাধিকবার সমস্যায় পড়তে হয়। চেনা ছন্দে পাওয়া যায়নি নাওরেম মহেশ, নন্দকুমারকে। তাই এবার ভালো ভারতীয় উইঙ্গার নেওয়ার দিকে জোর দিচ্ছে ইস্টবেঙ্গল।

দীর্ঘদিন ধরে মুম্বইয়ের হয়ে ভালো খেলছেন বিপিন। এখন দেখার ইস্টবেঙ্গলকে তিনি কেমন সাফল্য দেন। পাশাপাশি লাল হলুদ কোচ অস্কার ব্রুজোন আরও কিছু নতুন বিদেশী ফুটবলারের সন্ধানে রয়েছেন।

২০১৭-১৮ সালে এটিকে’তে ছিলেন বিপিন। ফলে কলকাতার মাঠ তাঁর অজানা নয়। এটিকের পর মুম্বইতে যান তিনি। মুম্বইয়ের হয়ে ১২১ ম্যাচে ২৫টি গোল রয়েছে তাঁর। যদিও গত মরসুমে ২১টি ম্যাচে মাত্র ১টি গোল করেছেন।

বিপিন সিং
Virat Kohli: রোহিতের পর টেস্ট ক্রিকেট থেকে অবসরের পথে বিরাট! জল্পনা তুঙ্গে
বিপিন সিং
IPL 2025: 'সবার আগে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা' - ৭ দিন বন্ধ আইপিএল, সিদ্ধান্ত বোর্ডের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in