IPL 2025: 'সবার আগে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা' - ৭ দিন বন্ধ আইপিএল, সিদ্ধান্ত বোর্ডের

People's Reporter: বোর্ড জানিয়েছে, ক্রিকেট জাতীয় আবেগ হলেও দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা তার চেয়েও বড়। বিসিসিআই ভবিষ্যতেও জাতীয় স্বার্থকে সবার আগে রেখে সিদ্ধান্ত নেবে।
৭ দিনের জন্য বন্ধ থাকবে আইপিএল
৭ দিনের জন্য বন্ধ থাকবে আইপিএলছবি - সংগৃহীত
Published on

এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত করল বিসিসিআই। প্রথমে জানা যাচ্ছিল অনির্দিষ্টকালের জন্য আইপিএল বন্ধ রাখা হবে। কিন্তু বিসিসিআই-র বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল আগামী ৭ দিন আইপিএল বন্ধ থাকবে।

শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিইয়া এক বিবৃতিতে জানান, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে টাটা আইপিএল ২০২৫-এ পরিবর্তন আনলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দেশের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে আইপিএল গভর্নিং কাউন্সিল তাৎক্ষণিকভাবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি এক সপ্তাহের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সকল স্টেকহোল্ডারের সাথে পরামর্শ করে পরবর্তীতে নতুন সময়সূচী ও ভেন্যু সম্পর্কে বিস্তারিত ঘোষণা করা হবে।

বিসিসিআই-এর তরফে জানানো হয়েছে, "খেলোয়াড়দের নিরাপত্তা এবং মানসিক অবস্থার কথা মাথায় রেখে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিদের উদ্বেগ এবং দর্শক-স্পনসরদের মতামতকে গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।"

বোর্ডের পক্ষ থেকে আরও বলা হয়, “আমরা দেশের পাশে আছি। ভারত সরকার, আমাদের সেনাবাহিনী এবং দেশের জনগণের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করছি। অপারেশন সিঁদুর-এর অধীনে সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ পদক্ষেপের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই, তাঁরা সাম্প্রতিক সন্ত্রাসবাদী হামলা এবং পাকিস্তানের আগ্রাসনের জবাবে সাহসিকতার সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন।”

বোর্ড আরও জানিয়েছে, ক্রিকেট জাতীয় আবেগ হলেও দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা তার চেয়েও বড়। বিসিসিআই ভবিষ্যতেও জাতীয় স্বার্থকে সবার আগে রেখে সিদ্ধান্ত নেবে।

বিসিসিআই তাদের সম্প্রচার অংশীদার জিওস্টার, টাইটেল স্পনসর টাটা এবং অন্যান্য সহযোগী সংস্থাগুলিকে ধন্যবাদ জানিয়েছে এই সিদ্ধান্তে তাদের সুস্পষ্ট সমর্থনের জন্য।

৭ দিনের জন্য বন্ধ থাকবে আইপিএল
PSL: ভারতের প্রত্যাঘাতের আশঙ্কা! পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে সরলো PSL
৭ দিনের জন্য বন্ধ থাকবে আইপিএল
IPL 2025: এই আইপিএল মরসুমই শেষ! দলকে জিতিয়ে কী জানালেন ধোনি?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in