
ইডেনে কি নিজের শেষ ম্যাচ খেলে গেলেন মহেন্দ্র সিং ধোনি? বুধবার ধোনি আবেগে ভেসেছিল ইডেন গার্ডেন্স। যেন চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে ইডেন সেজে উঠেছিল। যদিও অবসর এখনই নেবেন না বলেই জানান ধোনি।
পরেরবার কি দেখা যাবে মাহিকে? চেন্নাই প্লে অফ থেকে ছিটকে গেলেও দলকে জিতিয়ে ম্যাচ শেষে ধোনি বলেন, 'এখনও অবসরের কথা ভাবিনি। আমার ৪৩ বছর বয়স। অনেক দিন ধরে খেলছি। সমর্থকরা জানে না এটা আমার শেষ ম্যাচ কি না। বছরে মাত্র দু’মাস খেলি। এবারের আইপিএল শেষ হলে আগামী ছ’আট মাস পর শরীর কী অবস্থায় থাকবে দেখে সিদ্ধান্ত নেব।'
তিনি আরও বলেন, 'আমার শরীর এই চাপ নিতে পারছে কি না, সেটা বুঝতে হবে। কিন্তু সমর্থকদের এই ভালোবাসাটা অপূর্ব। তবে খেলি বা না খেলি চেন্নাইয়ের সঙ্গে যুক্ত থাকব। এই দল আমার পরিবার। পরেরবার দলগঠনের দিকেও নজর দিতে হবে।'
অন্যদিকে, অপারেশন সিঁদুরের সাফল্য পালন হল ইডেনে খেলা শুরু হওয়ার আগে। হল জাতীয় সঙ্গীতও। সম্মান জানানো হয় ভারতীয় সেনাবাহিনীকে। দুই দলের ক্রিকেটাররা জাতীয় সঙ্গীতে গলা মেলান। সাধারণত আইপিএলের ম্যাচের আগে জাতীয় সঙ্গীত হয় না। কিন্তু বুধবার জাতীয় সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হল ভারতীয় সেনাবাহিনীকে। ইডেনের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, স্যালুট টু ইন্ডিয়ান আর্মড ফোর্স। আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন