

ঘরের মাঠেই প্লে-অফে ওঠার স্বপ্নভঙ্গ নাইটদের। ২ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস। কম রানের জন্যই চেন্নাইয়ের বিরুদ্ধে হেরেছে তারা, এমনটাই জানালেন কলকাতার অধিনায়ক অজিঙ্কা রাহানে।
প্রথমে ব্যাট করে ৫ উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে কেকেআর। জবাবে ২ বল বাকি থাকতে ২ উইকেটে জয় পায় চেন্নাই। এই হারের ফলে কলকাতার প্লে অফের আশা শেষ।
নাইটদের সানরাইজার্স হায়দরাবাদ আর রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হবে। এছাড়া বাকি ম্যাচগুলিতে কোনও বড় অঘটন না ঘটলে প্লে-অফে যেতে পারবে কেকেআর।
চেন্নাই ৬০ রানে ৫ উইকেট হারানোর পর অনেকেই ভেবেছিলেন কলকাতা ম্যাচ জিতে যাবে। কিন্তু বৈভব আরোরার ওভারে ৩০ রান নেন চেন্নাইয়ের ডিওয়াল্ড ব্রেভিস। ২৫ বলে ৫২ রান করেন তিনি। পরে হাল ধরেন শিবম দুবে।
ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক আজিঙ্কা রাহানে বলেন, 'এই ফরম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভার সব বদলে দিতে পারে। কিন্তু আমার মনে হয় ওরা খুব ভলো ব্যাট করেছে। আমরা ১০-১৫ রান কম করেছি। ম্যাচ হারার সেটাও একটা কারণ। ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। ১৯০-১৯৫ রান এই উইকেটের জন্য আদর্শ। অবশ্য খুব ভালো একটা ম্যাচ হয়েছে। আমার দলকে নিয়ে অভিযোগ নেই বোলাররা ভালো বল করেছেন।'
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন