আচমকাই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইংল্যান্ড সফরের আগে যা কার্যত ভারতীয় শিবিরে ধাক্কা বলেই মনে করা হচ্ছে। রোহিতের পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক কে হবেন তা নিয়েও জল্পনা তুঙ্গে। রোহিতের অবসরের ঘোষণার ফলে, ইংল্যান্ডে ভারতের আসন্ন পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে হবে বিসিসিআইকে। সিরিজ শুরু হতে চলেছে আগামী ২০ জুন।
ভারতীয় ক্রিকেটে শেষ হল আরও এক বর্ণময় অধ্যায়। বুধবার সোশ্যাল মিডিয়ায় নিজের অবসরের ঘোষণা করেন রোহিত শর্মা। তিনি লেখেন, “সবাইকে হ্যালো, আমি শুধু এটা জানাতে চাই যে আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। সাদা জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য এক পরম সম্মানের। বছরের পর বছর ধরে ভালোবাসা এবং সমর্থনের জন্য ধন্যবাদ। আমি ওয়ান ডে ফর্ম্যাটে ভারতের প্রতিনিধিত্ব করে যাব।”
২০১৩ সালে ভারতের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় রোহিত শর্মার। ৬৭টি টেস্টে ৪৩০১ রান, ১২টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত। যদিও কেরিয়ারের শেষ পর্বে ব্যাট হাতে তিনি হতাশ করছিলেন। অস্ট্রেলিয়া সফরে টানা ব্যর্থতা রোহিতকে নিয়ে নানা প্রশ্ন তুলে দিয়েছিল। যেখানে তাঁর রানের গড় ছিল মাত্র ১০.৯৩।
বর্তমানে তিন ফরম্যাটেই ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর সম্প্রতি মন্তব্য করেছিলেন, “পারফর্ম করলে আপনি ৪০ কেন, ৪৫ বছর পর্যন্ত খেলতে পারেন।” কিন্তু রোহিত নিজের ফর্ম, দায়িত্ব এবং বাস্তবতা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। অস্ট্রেলিয়া সফরের সময়ই তিনি জানিয়েছিলেন, “আমি একজন বিচক্ষণ মানুষ, দুই সন্তানের বাবা। আমি জানি জীবনে আমার কী প্রয়োজন।”
বর্তমানে জসপ্রীত বুমরাহ ভারতের সহ-অধিনায়ক হলেও, চোট-আঘাত এবং ফিটনেস নিয়ে শঙ্কা থাকায় তাঁর উপর পুরো সময়ের টেস্ট নেতৃত্বের ভার দেওয়া নিয়ে সংশয় রয়েছে। নির্বাচকরা খুব শীঘ্রই পরবর্তী অধিনায়কের নাম ঘোষণা করবেন বলে জানা গেছে।
রোহিতের অবসরে ভারতীয় টেস্ট দলে নেতৃত্বের নতুন যুগ শুরু হতে চলেছে। রোহিতের অভাব অবশ্যই চোখে পড়বে। কিন্তু তাঁর অবদান ভারতীয় ক্রিকেটের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন