Rohit Sharma: ওর দলে জায়গা পাওয়াই উচিত নয় - কংগ্রেস নেত্রীর পর রোহিত শর্মার সমালোচনায় তৃণমূল সাংসদ!

People's Reporter: সৌগত রায় বলেন, "এনারা শুধু বিজ্ঞাপনে মডেল হন। খেলাতে মডেল হতে পারেন না। ভারতীয় দল জিতছে কারণ অন্যরা ভালো খেলছে। এতে তাঁর নেতৃত্বের কিছুই নেই"।
সৌগত রায়
সৌগত রায়ফাইল চিত্র - সংগৃহীত
Published on

কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদকে সমর্থন করে এবার ভারত অধিনায়ক রোহিত শর্মার সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়। তাঁর মতে দল থেকে বের করে দেওয়া উচিত রোহিতকে।

রোহিত শর্মাকে 'মোটা' বলে বেকায়দায় কংগ্রেস নেত্রী শামা মহম্মদ। তাঁর মন্তব্যকে এবার সমর্থন করলেন সৌগত রায়। সংবাদসংস্থা আইএএনএস-কে তিনি বলেন, "উনি (শামা মহম্মদ) ঠিকই বলেছেন। আর কত দিন রোহিত শর্মাকে ছেড়ে দেওয়া হবে? গত ২ বছরে মনে হয় ১টা মাত্র সেঞ্চুরি করেছেন। বেশিরভাগ সময় ২, ৫, ১০ এমন রান করে আউট হয়ে যান। ওনার না দলে জায়গা পাওয়া উচিত না অধিনায়কের দায়িত্ব পাওয়া উচিত।

তিনি আরও বলেন, "এনারা শুধু বিজ্ঞাপনে মডেল হন। খেলাতে মডেল হতে পারেন না। ভারতীয় দল জিতছে কারণ অন্যরা ভালো খেলছে। এতে তাঁর নেতৃত্বের কিছুই নেই"।

প্রসঙ্গত, রবিবার ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচে ১৭ বল খেলে ১৫ রানে আউট হন রোহিত শর্মা। এরপর কংগ্রেস নেত্রী শামা নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, "একজন খেলোয়াড় হিসেবে রোহিত শর্মা অত্যন্ত মোটা। তাঁর উচিত ওজন কমানো। ভারতের যত ক্রিকেট অধিনায়ক ছিলেন তাঁদের মধ্যে সবথেকে বেশি ব্যক্তিত্বহীন ক্যাপ্টেন হলেন রোহিত শর্মা।" এরপর তীব্র সমালোচনার মুখে নিজের ট্যুইটটি অবশ্য মুছে ফেলতে বাধ্য হন শামা।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুবাইতে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নক-আউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই নিয়ে দ্বিতীয়বার নামবে ভারত। এর আগে ২০০০ সালে কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছিল ভারত। ২০ রানে জিতেছিল ভারত। তারপর থেকে নক-আউট পর্বে দুই দল মুখোমুখি হয়নি (কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতে)।

সৌগত রায়
Rohit Sharma: রোহিত শর্মাকে 'মোটা' বলে অপমান কংগ্রেস নেত্রীর! নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়
সৌগত রায়
KKR: জল্পনার অবসান, 'অভিজ্ঞ' রাহানেকেই অধিনায়ক করলো নাইট রাইডার্স

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in