KKR: জল্পনার অবসান, 'অভিজ্ঞ' রাহানেকেই অধিনায়ক করলো নাইট রাইডার্স

People's Reporter: এর আগে রাহানে নাইট জার্সিতে খেললেও অধিনায়ক হননি। তবে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন এই সিনিয়র ক্রিকেটার।
ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে
ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানেছবি - কেকেআরের ফেসবুক পেজ
Published on

২০২৫ আইপিএলের জন্য নতুন অধিনায়ক হিসেবে আজিঙ্কা রাহানের নাম ঘোষণা করলো কলকাতা নাইট রাইডার্স। দলের সহ অধিনায়ক হলেন ভেঙ্কটেশ আইয়ার।

কেকেআরের অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ার হবেন নাকি অজিঙ্কা রাহানে তা নিয়ে জল্পনা ছিলই। সোমবার তার সমাপ্তি হল। নাইট সিইও ভেঙ্কি মাইসোর দলের অধিনায়ক এবং সহ অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে বলেন, "অজিঙ্কা রাহানে-এর মতো একজন বড়ো মাপের ক্রিকেটারকে অধিনায়ক হিসেবে পেয়ে আমরা আনন্দিত, যিনি একজন নেতা হিসেবে তাঁর অভিজ্ঞতা দিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখেন"।

নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে রাহানে বলেন, "কেকেআর-কে নেতৃত্ব দেওয়া একটি সম্মানের বিষয়, এটি আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। আমি মনে করি আমাদের স্কোয়াড চমৎকার এবং ভারসাম্যপূর্ণ। আমি সবার সাথে কাজ করার এবং আমাদের শিরোপা রক্ষার চ্যালেঞ্জ গ্রহণের জন্য মুখিয়ে রয়েছি।"

প্রসঙ্গত, এর আগে রাহানে নাইট জার্সিতে খেললেও অধিনায়ক হননি। তবে রাজস্থান রয়্যালসের হয়ে ক্যাপ্টেন্সি করেছেন এই সিনিয়র ক্রিকেটার। রাজস্থান তাঁর ক্যাপ্টেন্সিতে ফাইনালও খেলে। আগামী ২২ মার্চ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জর্স বেঙ্গালুরুর মুখোমুখি হবেন নাইটরা। এবারে চতুর্থবার আইপিএল জেতার টার্গেট নিয়ে নামবে টিম কেকেআর।

ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে
ISL 2024-25: পথে নামবো এবার - আইএসএল থেকে ছিটকে যেতেই হুঁশিয়ারি ইস্টবেঙ্গল কর্তার!
ভেঙ্কটেশ আইয়ার এবং অজিঙ্কা রাহানে
Champions Trophy 25: ICC টুর্নামেন্টে সর্বাধিক সেমিফাইনালে ওঠা দল ভারত! দ্বিতীয় কে?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in