
মেসির গোলেও জয় পেলো না ইস্টবেঙ্গল। সুনীল ছেত্রীর শেষমুহূর্তে গোলে জেতা ম্যাচ ১-১ গোলে ড্র হয়। এবং এর সাথে সাথেই আইএসএলে সুপার সিক্সের স্বপ্ন শেষ লাল হলুদের।
ম্যাচের ১১ মিনিটে গোল করেন মেসি বাউলি। জয় যখন একদম নিশ্চিত তখনই পেনাল্টি থেকে গোল করে খেলায় সমতা ফেরান সুনীল ছেত্রী। তবে পেনাল্টি নিয়েও প্রশ্ন তোলেন ইস্টবেঙ্গল কর্তারা। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, 'আইএসএল চায় না মোহনবাগানের সঙ্গে বাংলা থেকে অন্য কোনো দল সুপার সিক্সে যাক। যখনই আমাদের গুরুত্বপূর্ণ সময় আসে তখনই রেফারি এমন আচরণ করেন। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে জানিয়েছি এবারে পথে নামবো।'
লাল-হলুদ কোচ অস্কার ব্রুজোন বলেন, আমাদের ছেলেরা দুর্দান্ত খেলেছে, বিশেষ করে যখন ম্যাচ ১১ বনাম ১১ ছিল। তখন শুধুমাত্র আমরাই ম্যাচে আধিপত্য বিস্তার করছিলাম। আমরা দুর্দান্তভাবে প্রতিপক্ষকে চাপে রেখেছিলাম, তাদের অর্ধেই বল ছিনিয়ে নিচ্ছিলাম, দারুণ আক্রমণ সাজাচ্ছিলাম, বলের দখল নিয়ন্ত্রণ করছিলাম এবং প্রচুর সুযোগ তৈরি করছিলাম। দুর্ভাগ্যবশত ১-০ হওয়ার পর আমরা যদি ২-০ করতে পারতাম, তাহলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারত।
তিনি আরও বলেন, "আমার খেলোয়াড়দের পারফরম্যান্সের জন্য আমি গর্বিত। এই পারফরম্যান্সই আমাদের পথ দেখাচ্ছে, আর যদি আমরা এভাবেই খেলতে থাকি এবং নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে পারি, তাহলে আমি বিশ্বাস করি, ইস্টবেঙ্গল এখন ভালো কিছু করার জন্য প্রস্তুত"।
উল্লেখ্য, সুপার সিক্সের আশা জিইয়ে রাখার জন্য ইস্টবেঙ্গলকে ম্যাচটি জিততেই হত। তবে সেটা হয়নি। ফলে এই মরসুমেও খালি হাতে ফিরতে হবে লাল-হলুদ ব্রিগেডকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন