Champions Trophy 25: ICC টুর্নামেন্টে সর্বাধিক সেমিফাইনালে ওঠা দল ভারত! দ্বিতীয় কে?

People's Reporter: ভারত মোট ১৯ বার আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে। যার মধ্যে একদিনের বিশ্বকাপ রয়েছে ৮টি।
ভারতীয় ক্রিকেট দল
ভারতীয় ক্রিকেট দলছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠে নজির গড়লো ভারত। ভারতই একমাত্র দল যারা আইসিসির টুর্নামেন্টে সবথেকে বেশি সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেছে। ভারতের পরেই রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ভারত মোট ১৯ বার আইসিসির টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে। যার মধ্যে একদিনের বিশ্বকাপ রয়েছে ৮টি (১৯৮৩, ১৯৮৭, ১৯৯৬, ২০০৩, ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩)। টি-২০ বিশ্বকাপ রয়েছে ৫টি (২০০৭, ২০১৪, ২০১৬, ২০২২, ২০২৪) এবং চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ৬টি (১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৩, ২০১৭ এবং ২০২৫)।

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ১৭ বার করে আইসিসি টুর্নামেন্টের সেমিফাইনালে যোগ্যতা অর্জন করেছে। যার মধ্যে নিউজিল্যান্ড ৯টি একদিনের বিশ্বকাপ সেমিফাইনাল (১৯৭৫, ১৯৭৯, ১৯৯২, ১৯৯৯, ২০০৭, ২০১১, ২০১৫, ২০১৯ এবং ২০২৩)। ৪টি টি-২০ বিশ্বকাপ সেমি (২০০৭, ২০১৬, ২০২১ এবং ২০২২) এবং ৪টি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল (২০০০, ২০০৬, ২০০৯, ২০২৫)-এ যোগ্যতা অর্জন করে নিউজিল্যান্ড।

অস্ট্রেলিয়াও একদিনের বিশ্বকাপে ৯ বার সেমিফাইনালে উঠেছে (১৯৭৫, ১৯৮৭, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫, ২০১৯ এবং ২০১৩)। ৩টি টি-২০ বিশ্বকাপ (২০০৭, ২০১২, এবং ২০২১) ও ৫টি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিতে (২০০২, ২০০৪, ২০০৬, ২০০৯ এবং ২০২৫) যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া।

এছাড়া পাকিস্তান ১৬ বার সেমিফাইনালে উঠেছে। ইংল্যান্ড যোগ্যতা অর্জন করেছে ১৫ বার। যদিও এই দুই দলই চলতি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিয়েছে।

ভারতীয় ক্রিকেট দল
Champions Trophy 25: ভারতকে বাড়তি সুবিধার অভিযোগ! ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটারদের জবাব গাভাসকরের
ভারতীয় ক্রিকেট দল
Champios Trophy 25: ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়ছেন বাটলার! হতাশ কোচ ম্যাককুলাম

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in