
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গিয়েই ইংল্যান্ড দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন জস বাটলার। সমস্ত ব্যর্থতা কার্যত নিজের কাঁধে তুলে নিয়ে দায়িত্ব ছাড়ছেন তিনি। আর বাটলারের এই সিদ্ধান্তে একদমই খুশি নন ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককুলাম।
দক্ষিণ আফ্রিকার ম্যাচের পরই আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের অধিনায়কত্ব ছাড়বেন জস বাটলার। এ বিষয়ে তিনি জানান, "এটা আমার জন্য সঠিক সিদ্ধান্ত, দলের জন্যও সঠিক সিদ্ধান্ত এবং আশা করি অন্য কেউ এসে ব্রেন্ডন ম্যাককুলামের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে দলকে ছন্দে ফেরাতে পারবে। এটা ঠিক যে এই টুর্নামেন্টটি আমার অধিনায়কত্বের জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমি দুঃখিত এবং হতাশ।"
বাটলার আরও বলেন, "ব্রেন্ডন আসার পর আমি তাঁর সাথে কাজ করার জন্য সত্যিই উত্তেজিত ছিলাম এবং খুব দ্রুত পরিবর্তন আনার ও দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু যেটা ভেবেছিলাম তা হয়নি। আমার মনে হচ্ছে এর পরিবর্তন ঘটানো দরকার"।
বাটলারের সিদ্ধান্তে হতাশ হয়েছেন কোচ ম্যাককুলাম। তিনি বলেন, "জসের জন্য আমার খুব খারাপ লাগছে। আমরা সকলেই গত কয়েক বছরে দেখেছি যে তিনি তাঁর দেশের জন্য কতটা পরিশ্রম করছেন। নিজের সেরাটা দিয়ে আসছেন। মানুষ অনেক সময় সবকিছু ভুলে যায়। দলের হয়ে তিনি কী কী করেছেন তা মানুষের মনে থাকা দরকার।"
ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, "সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড পুরুষ দলের অধিনায়কত্বের আড়াই বছরে জস যা কিছু করেছেন তার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাতে চাই। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড পুরুষদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন