
মোহনবাগানের হয়ে লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে আনন্দিত মুম্বইয়ের প্রাক্তনী আপুইয়া। তবে মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড জয়টা এখনও তাঁর কাছে স্পেশাল। তার কারণও অবশ্য জানালেন তিনি।
শনিবার বিকেল ৫টায় মুম্বইয়ের বিরুদ্ধে নামবে মোহনবাগান। তার আগে আপুইয়া বলেন, "মুম্বইয়ের মত বড়ো ক্লাবের বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ অনুভূতির হয়, কারণ আমি সেখানে দুই বছর কাটিয়েছি। তাই আমার জন্য তাদের বিরুদ্ধে খেলা সত্যিই বিশেষ ব্যাপার। মুম্বই ছিল আইএসএলে আমার দ্বিতীয় দল এবং তারা আমাকে একজন ভালো খেলোয়াড় হয়ে উঠতে অনেক সাহায্য করেছে যার ফলে আমি এখন মোহনবাগানকে সাহায্য করতে পারছি। তারা আমার ফুটবলজীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ"।
তবে প্রাক্তন ক্লাব বলে তাদের ছেড়ে দিতে চান না আপুইয়া। তিনি জানান, "যদিও তারা এখন কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এই নয় যে আমরা এই ম্যাচকে হালকাভাবে নেব বা তাদের জিততে দেব। সেটা কখনওই হবে না। অন্য যে কোনও প্রতিপক্ষের মতো আমরা তাদের মুখোমুখি হব। আমাদের লক্ষ্য সব সময়ই জয় এবং সেই চেষ্টাই করব"।
শিল্ডজয়ের লক্ষ্য পূরণ হয়ে গেলেও এখানেই থেমে যেতে রাজি নন আপুইয়া। বাকি দুই ম্যাচেও জিততে মরিয়া তিনি ও তাঁর দল। আপুইয়ার মতে, "জয় ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইতিমধ্যেই শিল্ড জিতে নিয়েছি, কিন্তু চ্যাম্পিয়নশিপ এখনও বাকি। তাই আমরা ছন্দ ধরে রাখতে চাই। এখন যদি আমরা কোনও ম্যাচ হেরে যাই, তা হলে সেমিফাইনালে দলের মনোবল কমে যেতে পারে। এজন্য জয় অব্যহত রাখা খুবই জরুরি।''
মোহনবাগানের হয়ে শিল্ড জিতলেও মুম্বইয়ের হয়ে লিগ শিল্ড জেতাটাই বেশি স্পেশ্যাল আপুইয়ার কাছে। তিনি জানান, "সত্যি কথা বলতে, যখন মুম্বইয়ের সঙ্গে শিল্ড জিতেছিলাম, তখন আমরা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলাম। আর এখন খেলব চ্যাম্পিয়ন্স লিগ ২-এ। স্বীকার করতেই হবে, সেই সময়টা আরও বিশেষ ছিল, যখন নেইমারের বিপক্ষে খেলার সুযোগ ছিল, একই টুর্নামেন্টে রোনাল্ডোর মতো খেলোয়াড়রা ছিল। চ্যাম্পিয়ন্স লিগ ২-ও অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে নেইমারের বিপক্ষে খেলা এবং এমন বড় খেলোয়াড়দের সঙ্গে একই প্রতিযোগিতায় থাকা আরও বিশেষ অনুভূতি দেয়"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন