ISL 2024-25: আইএসএল নিয়ে বেশি চিন্তিত ইস্টবেঙ্গলের মেসি

People's Reporter: এএফসি কাপের পাশাপাশি আইএসএলও এবারে গুরুত্বপূর্ণ হয়ে গেলো ইস্টবেঙ্গলের কাছে। তবে এএফসির থেকে আইএসএলে বেশী নজর দিচ্ছেন মেসি।
মেসি বাউলি
মেসি বাউলিছবি - সংগৃহীত
Published on

মেসি বাউলি। ইস্টবেঙ্গলের ক্যামারুন স্ট্রাইকার কিন্তু নিজের জাত চেনাচ্ছেন। হায়দরাবাদ ম্যাচে মেসির গোল দর্শকদের মন জয় করে নিয়েছে ইতিমধ্যেই। হায়দরাবাদকে ২-০ গোলে হারিয়ে আইএসএলে সুপার সিক্সে যাওয়ার একটা ক্ষীণ সম্ভবনা জিইয়ে রেখেছে ইস্টবেঙ্গল।

এএফসি কাপের পাশাপাশি আইএসএল-ও এবার গুরুত্বপূর্ণ হয়ে গেলো ইস্টবেঙ্গলের কাছে। তবে এএফসির থেকে আইএসএলে বেশী নজর দিচ্ছেন মেসি। তিনি বলেন, "নিজের গোলের জন্য খুশি ঠিকই। তবে দলের জয় এবং তিন পয়েন্ট আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা সহজ ছিল না। কারণ, হায়দরাবাদ ভালো দল। ওরা আমাদের চাপে রেখেছিল। আমরাও দ্বিতীয়ার্ধে ওদের পাল্টা চাপে ফেলে দিই। কোচের নির্দেশ সে রকমই ছিল"।

হয়দরাবাদ ম্যাচে তাঁর একটি গোলমুখী শট পোস্টে লেগে ফিরে আসে, যা নিয়ে ইস্টবেঙ্গলের মেসি বলেন, "ফুটবলে এরকম পোস্টে লেগে বল ফিরে আসা নতুন কিছু নয়। স্ট্রাইকারদের গোলের সুযোগ আসে। একটা সুযোগ হাতছাড়া হলে পরেরটা কাজে লাগাতে হয়। ম্যাচের শেষ দিকে সেটাই করেছি আমি"।

তিনি আরও বলেন, 'এবার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জয়ের ধারা বজায় রাখতে পারি এবং আমাদের শেষ ম্যাচটা (বনাম নর্থইস্ট ইউনাইটেড) ঘরের মাঠেই হবে। আশা করি, ভালো খেলব আমরা। আপাতত বেঙ্গালুরু-ম্যাচটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার পরে এএফসি লিগের ম্যাচ নিয়ে ভাবা যাবে।'

মেসি বাউলি
Copa Del Rey: এনড্রিকের গোলে জয় রিয়াল মাদ্রিদের, ঘরের মাঠে ১-০ ব্যবধানে হার সোসিয়েদাদ
মেসি বাউলি
PAK Cricket: 'পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে' - রিজওয়ানদের ব্যর্থতায় ক্ষোভ জেলবন্দী ইমরান খানের!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in