PAK Cricket: 'পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে গেছে' - রিজওয়ানদের ব্যর্থতায় ক্ষোভ জেলবন্দী ইমরান খানের!

People's Reporter: চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে পাকিস্তান। দেশের প্রাক্তন তারকারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন প্রিয় দলের খেলায়। সেই তালিকায় রয়েছেন ইমরান খানও।
ইমরান খান
ইমরান খান ফাইল ছবি, ইমরান খানের ট্যুইটার ভিডিও থেকে স্ক্রীনশট
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে পাকিস্তানের ছিটকে যাওয়ার জন্য টিম ম্যানেজমেন্টকে দায়ী করলেন জেলবন্দী বিশ্বকাপ জয়ী প্রাক্তন পাক অধিনায়ক ইমরান খান। তাঁর বোন আলিমা খান এমনটাই জানিয়েছেন।

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে পাকিস্তান। দেশের প্রাক্তন তারকারা রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন প্রিয় দলের খেলায়। সেই তালিকায় রয়েছেন ইমরান খানও। জেলের মধ্য থেকেই নাকি টিম ম্যানেজমেন্ট এবং পাক বোর্ডের কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ইমরান।

ইমরানের বোন আলিমা খান বলেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরানের সাথে দেখা করেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী নাকি ভারতের কাছে পাকিস্তানের হারে গভীরভাবে দুঃখপ্রকাশ করেছেন। সাথে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন। ইমরান খান তাঁর বোনকে বলেছেন, 'যখন পছন্দের লোকদের নেতৃত্বে বসানো হয়, তখন ক্রিকেট শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়'।

যদিও ইমরান খানকে পাল্টা কটাক্ষ করছেন পাক বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান নাজাম শেঠি। এক্স মাধ্যমে তিনি লেখেন, "জাতীয় দলের হতশ্রী পারফরম্যান্সে দেশ ক্ষুব্ধ। পাকিস্তান এখন ক্রিকেটের তলানিতে পৌঁছে গেছে। পতন শুরু হয় ২০১৯ সালে, যখন ইমরান খান প্রধানমন্ত্রী থাকার সময় ঘরোয়া ক্রিকেট কাঠামো পরিবর্তন করা হয়।''

শেঠির মতে, রাজনৈতিক হস্তক্ষেপ, পরস্পরবিরোধী নীতি, বিদেশি কোচদের নিয়ে আসা ও বাদ দেওয়া এবং নির্বাচনে অনিয়মের কারণে পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে গেছে।

ইমরান খান
Champions Trophy 25: শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম, পাকিস্তানের ব্যর্থতায় ক্ষুব্ধ প্রাক্তন তারকারা
ইমরান খান
Copa Del Rey: কোপা দেল রে-র সেমিতে এগিয়ে থেকেও ড্র বার্সার! মধ্যরাতে সোসিয়েদাদের সামনে রিয়াল মাদ্রিদ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in