Champions Trophy 25: শোয়েব আখতার থেকে ওয়াসিম আক্রম, পাকিস্তানের ব্যর্থতায় ক্ষুব্ধ প্রাক্তন তারকারা

People's Reporter: প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে আধুনিক ক্রিকেট খেলার মানসিকতাটাই নেই।
পাক দলের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা
পাক দলের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররাগ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হার এবং টুর্নামেন্ট থেকে গ্রুপ স্টেজেই পাকিস্তানের বিদায় নেওয়ার কারণে রীতিমতো ক্ষুব্ধ হয়েছেন প্রাক্তন পাক তারকারা। পাকিস্তানের বর্তমান ক্রিকেটারদের নাকি আধুনিক ক্রিকেট খেলার মানসিকতাই নেই! এমনটাই মনে করছেন শাহিদ আফ্রিদি।

২৯ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছিল গত বারের চ্যাম্পিয়ন পাকিস্তান। ঘরের মাঠে চাপ তো ছিলই মহম্মদ রিজওয়ানদের। সেই চাপ সামলানোই কার্যত চ্যালেঞ্জ ছিল তাঁদের কাছে। কিন্তু তাঁরা ব্যর্থ। প্রথমে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার এবং পরে দুবাইতে ভারতের কাছে ৬ উইকেটে হার। টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান। বাকি শুধু বাংলাদেশ ম্যাচ (নিয়মরক্ষার)। দলের এমন পারফর্ম দেখে অসন্তুষ্ট প্রাক্তন তারকারা।

প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি বলেন, পাকিস্তান ক্রিকেটারদের মধ্যে আধুনিক ক্রিকেট খেলার মানসিকতাই নেই। পুরো দলকে ঢেলে সাজাতে হবে।

প্রাক্তন তারকা ওয়াসিম আক্রম বলেন, ক্রিকেটারদের মধ্যে কোনও উন্নতিই দেখতে পাচ্ছি না। এত ম্যাচ খেলছে তাও কিছু শেখা উচিত। বড় একটা ধাক্কা দিতে হবে। নয়তো হবে না।

পাকিস্তানের ব্যর্থতার দায় টিম ম্যানেজমেন্টকেও দিচ্ছেন শোয়েব আখতার। তিনি বলেন, টিম ম্যানেজমেন্ট নির্বোধ এবং দিশাহীন। ক্রিকেটাররা বুঝতেই পারছে না কখন কী করতে হবে। বিরাট, শুবমন, রোহিতদের দক্ষতা সম্পর্কে তাদের ধারণাই নেই।

এমনকি পাকিস্তানের মহিলা ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সানা মীর বলেন, এই দলের অধিনায়ক ধোনি হলেও কিছু করতে পারবেন না। ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন আমার এক বন্ধু আমাকে এসএমএস করে লেখে ১০০ রান ২ উইকেট ভারতের, জেতার আশা মনে হয় শেষ। তখন তাঁকে আমি বলি যখন স্কোয়াড ঘোষণা হয়েছিল আমরা তখনই হেরে গেছি।

উল্লেখ্য, আগামীকাল অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। দুই দেশই টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে। নিয়মরক্ষার ম্যাচ খেলবে দুই দেশ।

পাক দলের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা
Champions Trophy 25: নিউজিল্যান্ডের বিরুদ্ধেও হার, পাকিস্তানকে নিয়ে ডুবল বাংলাদেশ
পাক দলের সমালোচনায় প্রাক্তন ক্রিকেটাররা
Champions Trophy 25: এক ম্যাচেই 'বিরাট' কীর্তি, পাক বধে নজির কুলদীপ-হার্দিকেরও

SUPPORT PEOPLE'S REPORTER

ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in