Champions Trophy 25: এক ম্যাচেই 'বিরাট' কীর্তি, পাক বধে নজির কুলদীপ-হার্দিকেরও

People's Reporter: একদিনের ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১৪ হাজার রান পূরণ করলেন কোহলি। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর (১৮,৪২৬)।
বিরাট কোহলি
বিরাট কোহলিছবি - ইন্ডিয়ান ক্রিকেট টিমের ফেসবুক পেজ
Published on

পাকিস্তানের বিরুদ্ধে একাধিক রেকর্ড গড়লেন বিরাট কোহলি। শুধু কোহলি নন, রেকর্ড গড়েছেন হার্দিক পাণ্ডিয়া, কুলদীপ যাদবও।

চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে টুর্নামেন্ট থেকে কার্যত ছিটকে গেছে আয়োজক পাকিস্তান। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছেন কোহলি। ভারতীয় ক্রিকেটার হিসেবে ওয়ান ডে ম্যাচে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড গড়লেন তিনি। মহম্মদ আজহারউদ্দিনকে (১৫৬টি) টপকে ১৫৮টি ক্যাচ ধরলেন তিনি।

এছাড়া একদিনের ক্রিকেটে দ্বিতীয় ভারতীয় হিসেবে ১৪ হাজার রান পূরণ করলেন কোহলি। এই তালিকায় শীর্ষে রয়েছেন শচীন তেন্ডুলকর (১৮,৪২৬)। দ্বিতীয় স্থানে রয়েছেন কুমার সাঙ্গাকারা (১৪,২৩৪)।

পাশাপাশি ওয়ান ডে কেরিয়ারে ৫১টি সেঞ্চুরি করলেন। যা অন্য কোনও ব্যাটারের নেই। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের প্রথম সেঞ্চুরিও করলেন বিরাট।

বিরাটের পাশাপাশি একই ম্যাচে নজির গড়েছেন হার্দিক পাণ্ডিয়া এবং কুলদীপ যাদব। গতকাল ৩ উইকেট নেন কুলদীপ। যার জেরে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে ৩০০টি উইকেটের মালিক হলেন তিনি। ৮ ওভার করে ৩১ রানের বিনিময়ে ২টি উইকেট নেন হার্দিক। এর সাথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ উইকেটের মালিক হলেন তিনি।

গ্রুপ এ-র শীর্ষ রয়েছে ভারত। ২টি জয় নিয়ে রোহিতদের পয়েন্ট ৪। নিউজিল্যান্ড ১টি ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। বাংলাদেশ তৃতীয় স্থানে (০) এবং পাকিস্তান চতুর্থ স্থানে।

গ্রুপ বি-তে শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পয়েন্ট ২। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। তাদেরও পয়েন্ট ২ তবে রান রেট কম থাকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ইংল্যান্ড (০) তৃতীয় স্থানে এবং আফগানিস্তান (০) চতুর্থ স্থানে রয়েছে।

বিরাট কোহলি
UCL: চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬তে মাদ্রিদ ডার্বি! বার্সার সামনে বেনফিকা, একনজরে দেখুন সম্পূর্ণ সূচি
বিরাট কোহলি
সময় এসেছে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত নেওয়ার! চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই বার্তা প্রাক্তন তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in