

ভারত বাংলাদেশ ম্যাচের পরই ভারতীয় দল নিয়ে গম্ভীরকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন তারকা অনিল কুম্বলে। মূলত তাঁর নিশানায় রোহিত, কোহলি, জাদজার মতো সিনিয়র খেলোয়াড়রা।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় পেয়েছে ঠিকই, তবে সিনিয়র ক্রিকেটারদের ফর্ম নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। রোহিত ৪১ রান করলেও বিরাট কোহলি ২২ রানেই ফিরে যান। প্রথম থেকেই বিরাটকে বেশ চাপে পড়তে দেখা যায়। একাধিক ডট বল খেলছিলেন তিনি। জাদেজা বল করলেও একটিও উইকেট পাননি।
ইএসপিএন ক্রিকইনফোতে অনিল কুম্বলে বলেন, সময় এসেছে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত নেওয়ার। ভারতীয় কোচ হিসেবে তাঁকে এমন সিদ্ধান্ত নিতেই হবে। পুরনো ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিকল্প হিসেবে নতুন ক্রিকেটাররা কীভাবে উঠে আসবেন সেদিকে নজর দেওয়া উচিত। কারণ ২০২৭ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে কে কেমন খেলছেন ভালো করে পর্যবেক্ষণ করা উচিত।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের ফলাফলেই নির্ভর করছে সিনিয়র ক্রিকেটাররা দলের সাথে কতদিন থাকবেন। যে খেলতে পারছেন না তাঁকে বাদ দেওয়া উচিত। দলের স্বার্থে করতেই হবে। এমন একটা দল গঠন করতে হবে যেখানে একসাথে কমপক্ষে ২০-২৫টি ম্যাচ খেলবে। সেক্ষেত্রে নিজেদের মধ্যেই পারস্পারিক বোঝাপড়া গড়ে উঠবে। দল আরও ভালো খেলবে।
পাশাপাশি কুম্বলে জানান, গম্ভীরের হাতে বিকল্প নেই এমন তো নয়। প্রচুর বিকল্প রয়েছে। কাকে রাখবেন কাকে বাদ দেবেন সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। তবে পারফর্ম্যান্স দেখে দল নির্বাচন করা হোক।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন