সময় এসেছে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত নেওয়ার! চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই বার্তা প্রাক্তন তারকার

People's Reporter: অনিল কুম্বলে বলেন, পুরনো ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিকল্প হিসেবে নতুন ক্রিকেটাররা কীভাবে উঠে আসবেন সেদিকে নজর দেওয়া উচিত।
গৌতম গম্ভীর
গৌতম গম্ভীরছবি - সংগৃহীত
Published on

ভারত বাংলাদেশ ম্যাচের পরই ভারতীয় দল নিয়ে গম্ভীরকে কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিলেন প্রাক্তন তারকা অনিল কুম্বলে। মূলত তাঁর নিশানায় রোহিত, কোহলি, জাদজার মতো সিনিয়র খেলোয়াড়রা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত জয় পেয়েছে ঠিকই, তবে সিনিয়র ক্রিকেটারদের ফর্ম নিয়ে ফের প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। রোহিত ৪১ রান করলেও বিরাট কোহলি ২২ রানেই ফিরে যান। প্রথম থেকেই বিরাটকে বেশ চাপে পড়তে দেখা যায়। একাধিক ডট বল খেলছিলেন তিনি। জাদেজা বল করলেও একটিও উইকেট পাননি।

ইএসপিএন ক্রিকইনফোতে অনিল কুম্বলে বলেন, সময় এসেছে গম্ভীরের কঠিন সিদ্ধান্ত নেওয়ার। ভারতীয় কোচ হিসেবে তাঁকে এমন সিদ্ধান্ত নিতেই হবে। পুরনো ও অভিজ্ঞ ক্রিকেটারদের বিকল্প হিসেবে নতুন ক্রিকেটাররা কীভাবে উঠে আসবেন সেদিকে নজর দেওয়া উচিত। কারণ ২০২৭ সালে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। তার আগে কে কেমন খেলছেন ভালো করে পর্যবেক্ষণ করা উচিত।

তিনি আরও বলেন, এই টুর্নামেন্টের ফলাফলেই নির্ভর করছে সিনিয়র ক্রিকেটাররা দলের সাথে কতদিন থাকবেন। যে খেলতে পারছেন না তাঁকে বাদ দেওয়া উচিত। দলের স্বার্থে করতেই হবে। এমন একটা দল গঠন করতে হবে যেখানে একসাথে কমপক্ষে ২০-২৫টি ম্যাচ খেলবে। সেক্ষেত্রে নিজেদের মধ্যেই পারস্পারিক বোঝাপড়া গড়ে উঠবে। দল আরও ভালো খেলবে।

পাশাপাশি কুম্বলে জানান, গম্ভীরের হাতে বিকল্প নেই এমন তো নয়। প্রচুর বিকল্প রয়েছে। কাকে রাখবেন কাকে বাদ দেবেন সম্পূর্ণ তাঁর সিদ্ধান্ত। তবে পারফর্ম্যান্স দেখে দল নির্বাচন করা হোক।

গৌতম গম্ভীর
ISL 2024-25: ১১ দিনে ৪ ম্যাচ, FSDL-কে ISL ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ ইস্টবেঙ্গলের!
গৌতম গম্ভীর
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে বলের জাদুতে চমক দিতে পারেন যে ৫ বোলার! দেখুন একনজরে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in