

আইএসএলের ম্যাচ পিছিয়ে দেওয়ার জন্য এফএসডিএলকে অনুরোধ করছে ইস্টবেঙ্গল। আইএসএল ও এএফসি মিলিয়ে ১০ দিনে খেলতে হবে ৪টি ম্যাচ। দল পর্যাপ্ত বিশ্রাম পাবে না তাই আইএসএলের ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছে তারা। তবে ইস্টবেঙ্গলের এই আর্জি এফএসডিএল আদৌ মঞ্জুর করবে কিনা সেটাই বড় প্রশ্ন।
টুর্নামেন্ট তাড়াতাড়ি শেষ করতে মরিয়া এফএসডিএল। তার উপর ইস্টবেঙ্গলের ম্যাচ পিছিয়ে দেওয়ার আর্জি। যা নিয়ে সংশয়ে রয়েছে খোদ লাল-হলুদ কর্তারা। ২, ৫, ৮ এবং ১২ মার্চ রয়েছে ইস্টবেঙ্গলের খেলা। ২ এবং ৮ তারিখ আইএসএলের খেলা। ৫ এবং ১২ তারিখ রয়েছে এএফসি-র ম্যাচ।
৫ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আর্কাদাগ। সেই ম্যাচটি হবে যুবভারতীতে। তার আগে ২ মার্চ ইস্টবেঙ্গল-বেঙ্গালুরু এফসি ম্যাচও হবে লাল-হলুদের ঘরের মাঠেই।
কিন্তু আর্কাদাগের বিরুদ্ধে খেলে ওঠার পরেই ৮ মার্চ অস্কার ব্রুজোনের দলকে যেতে হবে শিলংয়ে। ১২ তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগে আর্কাদাগের সঙ্গে ফিরতি ম্যাচ খেলতে হবে তুর্কমেনিস্তানে।
২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আইএসএলে ১১ নম্বরে টিম ইস্টবেঙ্গল। সুপার সিক্সে যাওয়ার আশা একপ্রকার নেই। তাই এএফসি আর সুপার কাপ লক্ষ্য নিয়েই এগোচ্ছে টিম ইস্টবেঙ্গল।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন