
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করতে চলেছে ভারত। ভারতীয় সময় দুপুর ২.৩০টে থেকে দুবাইতে শুরু হবে ম্যাচ। পরিসংখ্যানের বিচারে দুবাইয়ের মাটিতে ভারত এগিয়ে থাকলেও নিজেদের সেরাটা দিতে মরিয়া বাংলাদেশ।
বুধবার উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে পরাজিত হয়েছে আয়োজক পাকিস্তান। আজ ভারতের কাছে বাংলাদেশ চ্যালেঞ্জ। পাকিস্তান ম্যাচের আগে শান্তদের হারিয়ে অ্যাডভান্টেজে থাকতে চাইছেন রোহিতরা।
পরিসংখ্যান বলছে দুবাইয়ের মাটিতে এখনও পর্যন্ত মোট ৬টি ওয়ান ডে খেলেছে টিম ইন্ডিয়া। যার মধ্যে ১টিও হারেনি। ৫টা জিতেছে এবং ১টি ম্যাচ ড্র হয়েছে। এছাড়া সবমিলিয়ে দুবাইতে মোট ১৫টি ম্যাচ খেলেছে ভারত। যার মধ্যে ১০টি জয়, ৪টি হার এবং ১টি ড্র হয়েছে।
অন্যদিকে ভারত বনাম বাংলাদেশের শেষ ৫ বারের মুখোমুখি খেলার পরিসংখ্যানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। ২০২২ সালে দ্বিপাক্ষিক সিরিজে বাংলাদেশ ঘরের মাঠে ৩ ম্যাচের মধ্যে ২টি জিতেছিল। ভারত জিতেছিল একটি। ২০২৩ সালে এশিয়া কাপে বাংলাদেশ ভারতকে ৬ রানে হারিয়েছিল। তবে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ৭ উইকেটে বাংলাদেশকে পরাজিত করে ভারত।
তবে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (২০১৭ সাল) ভারতের বিরুদ্ধে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দেশ। যে ম্যাচে ৯ উইকেটে জিতে যায় টিম ইন্ডিয়া। এখন দেখার বাংলাদেশের বিরুদ্ধে জয়ের ধারা ভারত বজায় রাখে নাকি ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে বাংলাদেশ।
ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা এবং বরুণ চক্রবর্তী।
বাংলাদেশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, এমডি মাহমুদ উল্লাহ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান এবং নাহিদ রানা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন