

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রমেই এগিয়ে আসছে। এই মেগা ইভেন্টে নজর কাড়তে পারেন ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা সহ অন্যান্য দেশের ৫ ব্যাটার। যাঁরা যেকোনও মুহূর্তে খেলার রঙ বদলে দিতে পারেন। আইসিসির নজরে এরকম ৫ ব্যাটারের তালিকায় রয়েছেন ভারতের শ্রেয়স আইয়ারও। দেখে নেওয়া যাক সেই পাঁচ জনের তালিকা -
ড্যারিল মিচেল (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের মিডল-অর্ডারে অন্যতম স্তম্ভ হচ্ছেন ড্যারিল মিচেল, তিনি আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছেন। তাঁর ব্যাটিং কৌশল এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা দলকে বেশ ভরসা যোগায়।
দেশের হয়ে একদিনের ক্রিকেটে ৪৫টি ম্যাচ খেলেছেন মিচেল। রান করেছেন ১৭৬৫। গড় ৫০.৪২। ৬টি সেঞ্চুরি এবং ৭টি হাফ-সেঞ্চুরি রয়েছে তাঁর। সর্বাধিক রান করেছিলেন ১৩৪।
ফখর জামান (পাকিস্তান)
পাকিস্তানের বিধ্বংসী ওপেনার ফখর জামান যে কোনো মুহূর্তে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে তাঁর ১১৪ রানের ইনিংস এখনো স্মরণীয়। ইনজুরি কাটিয়ে ফেরা ফখর এই আসরে পাকিস্তানের অন্যতম ভরসা হতে পারেন।
পাকিস্তানের হয়ে একদিনের ক্রিকেটে ৮৫ ম্যাচে ৩৬২৭ রান করে ফেলেছেন। গড় ৪৬.৫০। ১১টি সেঞ্চুরি রয়েছে তাঁর ব্যাটে। সর্বাধিক রান অপরাজিত ২১০। ফলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে বেশ চাপে ফেলতে পারেন ফখর।
শ্রেয়স আইয়ার (ভারত)
বর্তমানে বেশ ছন্দে রয়েছেন ভারতের মিডল-অর্ডারের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড ট্যুরে অসাধারণ খেলেছেন তিনি। বিশেষ করে মাঝের ওভারগুলোতে তাঁর স্ট্রাইক রেট ধরে রাখার দক্ষতা ভারতের ব্যাটিং লাইনআপের জন্য বাড়তি সুবিধা দিতে পারে।
দেশের হয়ে এখনও পর্যন্ত ৬৫টি ওয়ানডে ম্যাচে ২৬০২ রান করেছেন শ্রেয়স। ৫টি সেঞ্চুরি রয়েছে তাঁর। এছাড়া ২০টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তাঁর দখলে। গড় ৪৮.১৮। শ্রেয়স ছাড়াও রোহিত শর্মা, শুবমন গিল এবং বিরাট কোহলির দিকেও নজর থাকবে সকলের।
হেনরিখ ক্লাসেন (দক্ষিণ আফ্রিকা)
ম্যাচ: ৫৮, রান: ২০৭৪, গড়: ৪৪.১২, সেঞ্চুরি: ৪টি
দক্ষিণ আফ্রিকার মিডল-অর্ডারে বিস্ফোরক ব্যাটার হেনরিখ ক্লাসেন। যেকোনো দলের জন্য বিপজ্জনক হতে পারেন। তাঁর স্ট্রাইক রেট, পাওয়ার হিটিং দক্ষতা এবং স্পিন-বোলিং সামলানোর ক্ষমতা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলকে সুবিধা এনে দিতে পারে।
বেন ডাকেট (ইংল্যান্ড)
ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের অন্যতম শক্তিশালী ওপেনার বেন ডাকেট তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। ভারতের বিপক্ষে সিরিজে বেশ আক্রমণাত্মক ছিলেন তিনি। দ্রুত রান করতে সক্ষম। তাঁর স্ট্রাইক রেট এবং টেকনিক চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের জন্য বাড়তি সুবিধা।
দেশের হয়ে ১৯টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। এখনও পর্যন্ত ৮৩১ রান করেছেন। গড় ৪৬.১৬। ২টি সেঞ্চুরি এবং ৬টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।
ভারতের প্রয়োজন নিরপেক্ষ এবং প্রশ্নমুখী সাংবাদিকতা — যা আপনার সামনে সঠিক খবর পরিবেশন করে। পিপলস রিপোর্টার তার প্রতিবেদক, কলাম লেখক এবং সম্পাদকদের মাধ্যমে বিগত ১০ বছর ধরে সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। এই কাজকে টিকিয়ে রাখতে প্রয়োজন আপনাদের মতো পাঠকদের সহায়তা। আপনি ভারতে থাকুন বা দেশের বাইরে — নিচের লিঙ্কে ক্লিক করে একটি পেইড সাবস্ক্রিপশন নিতে পারেন। স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন