Champions Trophy 25: দুবাইতে ৫ স্পিনার কী হবে? চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে প্রশ্ন অশ্বিনের!

People's Reporter: নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানান, আমি বুঝতে পারছি না আমরা দুবাইতে এতজন স্পিনার নিয়ে যাচ্ছি কেন? যশস্বী জয়সওয়ালকে বাইরে রেখে ৫ জন স্পিনার নেওয়া হয়েছে।
রবিচন্দ্রন অশ্বিন
রবিচন্দ্রন অশ্বিনফাইল ছবি
Published on

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে খুশি নন প্রাক্তন তারকা স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দলে ৫ স্পিনারের কোনও প্রয়োজন নেই বলেই তিনি জানান। পাশাপাশি যশস্বীকে চূড়ান্ত দলের বাইরে রাখা নিয়েও আপত্তি জানান অশ্বিন।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি, বাংলাদেশের বিরুদ্ধে। টিম ইন্ডিয়ার সবক'টি ম্যাচই হবে দুবাইতে। তবে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অশ্বিন।

নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানান, "আমি বুঝতে পারছি না আমরা দুবাইতে এতজন স্পিনার নিয়ে যাচ্ছি কেন? যশস্বী জয়সওয়ালকে বাইরে রেখে ৫ জন স্পিনার নেওয়া হয়েছে। এর কারণ আমি জানি না। একটি সফরের জন্য ৩ বা ৪ জন স্পিনার নেওয়া হয় ঠিকই। তবে দুবাইয়ের জন্য অতিরিক্ত বলে মনে হয়।"

তিনি আরও বলেন, "হার্দিক পাণ্ডিয়ার পাশাপাশি ২ জন বাঁ-হাতি স্পিনার আপনার রয়েছে। যাঁরা সেরা অলরাউন্ডার। তাই অক্ষর এবং জাদেজা উভয়ই খেলবে। হার্দিকও খেলবে এবং কুলদীপ খেলবে। এরপর যদি আপনি বরুণ চক্রবর্তীকেও দলে চান, তাহলে আপনাকে একজন পেসারকে বাইরে রেখে হার্দিককে আপনার দ্বিতীয় পেসার হিসেবে ব্যবহার করতে হবে। অন্যথায় আপনাকে একজন স্পিনারকে বাদ দিয়ে তৃতীয় পেসার আনতে হবে"।

তিনি আরও বলেন, "দলে কুলদীপ যাদব তো থাকবেনই। তাহলে বরুণ চক্রবর্তীকে কোথায় ব্যবহার করা হবে? তিনিও ভালো বল করছেন। বরুণ এবং কুলদীপকে জুটি হিসেবে নিয়ে আসতে হবে যা আমার মনে হয় ভালো হবে। কিন্তু আমার প্রশ্ন হল, দুবাইতে বল ঘুরবে বলে আশা করা হচ্ছে? এই দল নিয়ে একটু হলেও আমি অস্বস্তিবোধ করছি"।

ভারতের স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী। এছাড়া বিকল্প হিসেবে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবেকে

রবিচন্দ্রন অশ্বিন
BCCI: চ্যাম্পিয়ন্স ট্রফিতেই কার্যকর বোর্ডের নয়া নির্দেশিকা, চাপে খোদ কোচ গৌতম গম্ভীর!
রবিচন্দ্রন অশ্বিন
Champions Trophy 25: চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ ধাঁধানো পুরস্কার মূল্য ICC-র! জয়ী দল কত পাবে জানেন?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in