
দীর্ঘ আট বছর পর শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এবারে আয়োজক দেশ পাকিস্তান। ২০২৫ সালের আসরে অংশগ্রহণকারী আটটি দল মোট ৬.৯ মিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬০ কোটি টাকা) পুরস্কারের জন্য লড়াই করবে। ২০১৭ সালের থেকে পুরস্কার মূল্য ৫৩% বাড়ানো হয়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তার আগে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন টিমের পুরস্কার মূল্য কত। জয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার, রানার্স-আপ দল পাবে ১.১২ মিলিয়ন ডলার এবং প্রতিটি সেমিফাইনালিস্ট দল পাবে ৫৬০,০০০ ডলার।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। কারণ গ্রুপ পর্বের প্রতিটি জয়ে দলগুলো ৩৪,০০০ ডলারেরও বেশি টাকা পুরস্কার পাবে। এছাড়া পঞ্চম ও ষষ্ঠ স্থান অধিকারী দল ৩৫০,০০০ ডলার আর সপ্তম ও অষ্টম স্থান অধিকারী দল ১৪০,০০০ ডলার করে পাবে। তবে প্রতিটি দলই শুধুমাত্র অংশগ্রহণের জন্য ১২৫,০০০ ডলার পাবে।
আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেন, "আইসিসি পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ওয়ানডে ফরম্যাটের শীর্ষ প্রতিভা তুলে ধরার পাশাপাশি এই টুর্নামেন্ট বিশ্ব ক্রিকেটে নতুন উত্তেজনার পারদ তৈরি করবে।"
তিনি আরও বলেন, "এই উল্লেখযোগ্য পুরস্কারের পরিমাণ আইসিসির ক্রিকেটে বিনিয়োগ এবং বিশ্বব্যাপী আমাদের ইভেন্টগুলোর মর্যাদা বজায় রাখার প্রতিশ্রুতি প্রকাশ করে।"
১৯৯৬ সালের পর প্রথমবার আইসিসির কোনো বড় টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল সেমিফাইনালে যাবে। ভারতের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাইতে। তাছাড়া টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি পাকিস্তানে হবে। তবে একটি সেমিফাইনালও দুবাইতে হওয়ার কথা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন