
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের ম্যাচে আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের তিন খেলোয়াড়কে জরিমানা করা হয়েছে। ম্যাচ চলাকালীন অনুপযুক্ত আচরণের কারণে শাহিন শাহ আফ্রিদি, সৌদ শাকিল এবং বিকল্প ফিল্ডার কামরান গোলামকে শাস্তি দেওয়া হয়েছে।
পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদিকে আইসিসির কোড অব কন্ডাক্টের ২.১২ ধারা লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফি'র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ আফ্রিকার ইনিংসের ২৮তম ওভারে ব্যাটসম্যান ম্যাথু ব্রিটজ রান নেওয়ার সময় শাহিন ইচ্ছাকৃতভাবে তাঁর গতিপথে বাধা সৃষ্টি করেন, যার ফলে শারীরিক সংঘর্ষ ঘটে ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
এছাড়া, ২৯তম ওভারে টেম্বা বাভুমার রান আউটের পর তাঁর সামনে গিয়ে অতিরিক্ত আগ্রাসী উদযাপন করায় সৌদ শাকিল ও বিকল্প ফিল্ডার কামরান গোলামকে ম্যাচ ফি'র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁরা দুজনেই আইসিসির কোডের ২.৫ ধারা লঙ্ঘন করেছেন, যেখানে "ব্যাটসম্যানকে আউট করার সময় অপমানজনক ভাষা বা আক্রমণাত্মক অঙ্গভঙ্গি প্রদর্শন" থেকে বিরত থাকতে বলা হয়।
জরিমানার পাশাপাশি তিন খেলোয়াড়ের শৃঙ্খলা রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। যেহেতু গত ২৪ মাসে তাঁদের বিরুদ্ধে কোনো শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল না, তাই বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয়নি কাউকে।
তিনজনই শাস্তি মেনে নিয়েছেন, ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়বে না। এদিকে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় নিশ্চিত করে ফাইনালে উঠেছে পাকিস্তান, যেখানে তারা ১৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন