চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ! তাঁর পরিবর্তে কে?

People's Reporter: আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে না ভারতীয় বোলিং লাইনের অন্যতম স্তম্ভ জসপ্রীত বুমরাহকে।
জসপ্রীত বুমরাহ
জসপ্রীত বুমরাহছবি - জসপ্রীত বুমরাহ-র ট্যুইটার হ্যান্ডেল
Published on

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোটের কারণে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড থেকে ছিটকে গেলেন তারকা পেসার জসপ্রীত বুমরাহ। তাঁর পরিবর্তে দলে জায়গা পেলেন হর্ষিত রানা।

আশঙ্কাই সত্যি হল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সি গায়ে দেখতে পাওয়া যাবে না ভারতীয় বোলিং লাইনের অন্যতম স্তম্ভ জসপ্রীত বুমরাহকে। ১২ ফেব্রুয়ারির মধ্যে সমস্ত দলকে চূড়ান্ত দল ঘোষণা করার নির্দেশ দিয়েছিল আইসিসি। সেই দলে নেই বুমরাহ।

বিসিসিআই-র এক বিবৃতিতে বলা হয়েছে, 'পিঠের নিচের অংশের ইনজুরির কারণে ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ। পুরুষদের নির্বাচক কমিটি বুমরাহর পরিবর্ত হিসেবে হর্ষিত রানাকে মনোনীত করেছে'।

বুমরাহর না থাকাটা ভারতীয় শিবিরের জন্য বিরাট ধাক্কার। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে মহম্মদ শামি ফিরলেও এখনও পুরনো ছন্দ ফিরে পাননি। অন্যদিকে হর্ষিত রানা ভারতের ৩ ফরম্যাটেই অভিষেক করেছেন। তবে তাঁর অভিজ্ঞতা কম। এছাড়া আর্শদীপ সিং বহুদিন একদিনের ক্রিকেট খেলেননি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিছুটা হলেও ভারতকে চিন্তায় রাখছে তাদের বোলিং লাইন আপ।

শুধু বুমরাহ নন, ১৫ সদস্যের দলে জায়গা হয়নি যশস্বী জয়সওয়ালের। বোর্ড জানিয়েছে, 'টিম ইন্ডিয়া বরুণ চক্রবর্তীকে দলে রেখেছে। এই স্পিনারকে যশস্বী জয়সওয়ালের পরিবর্ত হিসেবে দলে নেওয়া হয়েছে'।

প্রসঙ্গত, বর্ডার-গাভাসকর ট্রফির শেষ ম্যাচে পিঠে চোট লাগে বুমরাহর। তারপর থেকে তিনি বিশ্রামে রয়েছেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেও রিহ্যাব শুরু করেছেন তিনি।

ভারতের স্কোয়াড - রোহিত শর্মা (অধিনায়ক), শুবমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), ঋষভ পান্ত (উইকেটরক্ষক), হার্দিক পাণ্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী। এছাড়া বিকল্প হিসেবে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ এবং শিবম দুবেকে

জসপ্রীত বুমরাহ
Rachin Ravindra: নিজের দোষ নাকি ফ্লাড লাইটের আলোর কারণে রক্তাক্ত রাচীন? মতানৈক্য চরমে
জসপ্রীত বুমরাহ
CAB: বহিরাগত ক্রিকেটার আটকাতে নয়া নিয়ম সিএবির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in