Rachin Ravindra: নিজের দোষ নাকি ফ্লাড লাইটের আলোর কারণে রক্তাক্ত রাচীন? মতানৈক্য চরমে

People's Reporter: পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে গিয়ে কপালে চোট পান রাচীন রবীন্দ্র।
রক্তাক্ত রাচীন রবীন্দ্র
রক্তাক্ত রাচীন রবীন্দ্রছবি - সংগৃহীত
Published on

নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার রাচীন রবীন্দ্র-র আহত হওয়ার ঘটনা নিয়ে প্রাক্তন পাক ক্রিকেটারদের মধ্যে মতানৈক্য চরমে। কেউ বলছেন ফ্লাড লাইটের কারণে এই দুর্ঘটনা তো কেউ দাবি করছেন দোষ রাচিনেরই ছিল। যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিতর্কের সৃষ্টি করেছে।

রাচীন রবীন্দ্রের আহত হওয়ার ঘটনা নিয়ে নেটিজেনরা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের ফ্লাড লাইটের সমস্যাকে দায়ী করছেন। তবে প্রাক্তন পাক ক্রিকেটারদের একাংশের মতে আলোর কোনও সমস্যা নয়। প্লেয়ার নিজের ভুলেই আহত হয়েছেন।

প্রাক্তন পাক অধিনায়ক সলমন বাট বলেন, 'মানুষ যখন বুঝতে চাইছে না, তখন তাদের বোঝানোর চেষ্টা করার কোনও মানে হয় না। একদম নতুন LED লাইট লাগানো হয়েছে, তাই কোনো সমস্যা নেই। যখন নিউজিল্যান্ডের খেলোয়াড়রা প্রায় ১৫০ কিলোমিটার বেগে আসা বলে ছক্কা মারছিল, তখন কি আলো কাজ করছিল না? ৭০ মিটার দূরে দাঁড়িয়ে থাকা একজন খেলোয়াড় তার ভুল সিদ্ধান্তের কারণে ক্যাচ ধরতে ব্যর্থ হয়েছে। সে (রাচীন রবীন্দ্র) একজন ভালো ফিল্ডার, কিন্তু সম্ভবত তার পা পিছলে গিয়েছিল এবং সে আঘাত পেয়েছে।'

তবে পাকিস্তানের হানিফ মহম্মদের ছেলে শোয়েব আবার ফ্লাড লাইটকেই দায়ী করেছেন পুরো ঘটনার জন্য। তিনি বলেন, রাচীনের আহত হওয়ার আগে ড্যারিল মিচেলকেও একইরকম সমস্যায় পড়তে দেখেছিলাম। তাঁরও বল ধরতে সমস্যা হচ্ছিল। আলোর সমস্যা হলেও হতে পারে। দু'জন প্লেয়ার যদি একই সমস্যার সম্মুখীন হয় তাহলে বিষয়টি চিন্তার। রাচিন ডিপ স্কয়ার লেগে দাঁড়িয়ে ছিলেন, এবং আলো তাঁর ঠিক সামনে ছিল।

প্রসঙ্গত, পাকিস্তানের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচ খেলতে গিয়ে কপালে চোট পান রাচীন রবীন্দ্র। ক্যাচ ধরতে গিয়ে বল সোজা তাঁর কপালে লাগে। সাথে সাথেই কপাল ফেটে রক্ত বেরোতে থাকে তাঁর। চিকিৎসার জন্য দ্রুত মাঠ থেকে নিয়ে যাওয়া হয় তাঁকে। নিউজিল্যান্ড বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, খুব বেশি বিপদের আশঙ্কা নেই রাচিন রবিন্দ্রের। আপাতত তিনি মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রয়েছেন। দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেই জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

রক্তাক্ত রাচীন রবীন্দ্র
National Games 2025: জাতীয় গেমসে সেরার সেরা বাংলার টিটি দল, মহারাষ্ট্রকে হারিয়ে সোনা জয় ঐহিকাদের
রক্তাক্ত রাচীন রবীন্দ্র
CAB: বহিরাগত ক্রিকেটার আটকাতে নয়া নিয়ম সিএবির!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in