
ভিন রাজ্যের প্লেয়ায়দের দাপাদাপি বাংলায়। ভুয়ো আধার কার্ড দিয়ে বয়সের কারচুপি করে পশ্চিমবঙ্গের নাগরিক দেখিয়ে কোচিং ক্যাম্পগুলোতে খেলছে বাইরের রাজ্যের ক্রিকেটাররা। ফলে বাঙালি ক্রিকেটার উঠে আসছে না। এই অভিযোগ বহুদিন ধরে উঠে আসছিলো। এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে সিএবি।
এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে কোনও একটি জাতীয় পরিচয় পত্র থাকলেই বাংলায় রেজিস্ট্রেশন করা যায়। ফলে স্থানীয় ঠিকানায় নতুন করে আধার কার্ড দেদার তৈরি করে খেলে যাচ্ছিলেন ভিন রাজ্যের খেলোয়াড়রা।
তবে এবার যেকোনো একটি পরিচয় পত্র নয়, সব পরিচয় পত্র জমা দিতে হবে ক্রিকেটারদের। অর্থাৎ ভোটার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড স্কুলের নথি সবকিছু।সঙ্গে দিতে হবে ব্যাঙ্কের শেষ তিন বছরের পাসবুকের খতিয়ান। ব্যাঙ্কের ম্যানেজার সই করে দেবেন সেই তথ্যে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্কের অ্যাকাউন্টের শেষ তিন বছরের তথ্য জমা দিতে হবে।
কোনো ক্রিকেটারদের পাসপোর্ট থাকলে সেটাও জমা দিতে হবে। ফলে জালিয়াতি আটকানো সম্ভব। ২ মার্চ অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এই নতুন আইন কার্যকর হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বাংলার রঞ্জি জয়ী এক ক্রিকেটার বলেন, 'গত কয়েকবছর ধরে কিছু সিএবি কর্তার মদতে ভিনরাজ্যের ক্রিকেটারদের বাড়াবাড়ি বাংলায় শুরু হয়। আমাদের বাংলার ছেলেরা খেলতে পারছিল না। বাংলা দলে কটা বাঙালি ক্রিকেটার! তারা রেজাল্টও দিতে পারছিল না। স্নেহাশিসকে গাঙ্গুলিকে ধন্যবাদ এমন সিদ্ধান্ত নেওয়ার জন্য।'
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন